২০৩০ বিশ্বকাপ:
ফুটবলের ফাইনাল ভেন্যু, স্পেনেই চূড়ান্ত ম্যাচ

ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ আয়োজনের ভেন্যু চূড়ান্ত হয়েছে। বহুল প্রতীক্ষিত এই আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে স্পেনে ২০৩০ সালে। স্পেন, পর্তুগাল ও মরক্কোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনাল ভেন্যু নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল আলোচনা ও প্রতিযোগিতা। শেষ পর্যন্ত স্পেনই চূড়ান্তভাবে ফাইনালের স্বাগতিক হওয়ার নিশ্চয়তা পেল।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান সোমবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। তিনি বলেন, “২০৩০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ স্পেনেই অনুষ্ঠিত হবে।” তবে এখনো নির্দিষ্ট কোন স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
স্প্যানিশ গণমাধ্যমের দাবি অনুযায়ী, ফাইনাল ম্যাচ আয়োজনের দৌড়ে এগিয়ে রয়েছে দুটি ঐতিহ্যবাহী স্টেডিয়াম-রিয়াল মাদ্রিদের ‘সান্তিয়াগো বার্নাব্যু’ এবং বার্সেলোনার পুনর্নির্মিত ‘ক্যাম্প ন্যু’। আধুনিক সুযোগ-সুবিধা ও বিপুল দর্শক ধারণক্ষমতার কারণে এই দুটি স্টেডিয়ামকেই সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে।
অন্যদিকে, মরক্কোও ফাইনাল আয়োজনের জন্য জোরালো প্রস্তুতি নিচ্ছিল। দেশটি তাদের নির্মাণাধীন ‘হাসান টু’ স্টেডিয়ামকে ফাইনালের ভেন্যু হিসেবে প্রস্তাব করেছিল। ২০২৮ সালে নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকা এই স্টেডিয়ামের ধারণক্ষমতা হবে প্রায় ১ লাখ ১৫ হাজার দর্শক, যা একে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামে পরিণত করবে।
উল্লেখ্য, ২০৩০ বিশ্বকাপ ফুটবল ইতিহাসের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে। তাই এই আসরকে ঘিরে বিশেষ আয়োজনের পরিকল্পনা নিয়েছে ফিফা। মূল আয়োজক দেশ হিসেবে থাকবে ইউরোপ ও আফ্রিকার তিন দেশ-স্পেন, পর্তুগাল ও মরক্কো। পাশাপাশি ঐতিহাসিক গুরুত্বের কারণে লাতিন আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে উদ্বোধনী ও বিশেষ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
তিন মহাদেশে ছড়িয়ে থাকা এই বিশ্বকাপ আসর ফুটবলপ্রেমীদের জন্য এক অনন্য উৎসবে রূপ নিতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ভিওডি বাংলা/জা







