বিএনপির পক্ষে প্রচারের অভিযোগে মসজিদের মুয়াজ্জিন বরখাস্ত

নওগাঁর সাপাহার উপজেলায় বিএনপি প্রার্থীর পক্ষে প্রচার চালানোর অভিযোগে একটি মসজিদের মুয়াজ্জিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। উপজেলার তালপুকুর মাস্টারপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন আল আমিন চৌধুরী দাবি করেছেন, রাজনৈতিক মতাদর্শের কারণে তাকে চাকরি হারাতে হয়েছে।
আল আমিন চৌধুরীর অভিযোগ, তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় এবং বিএনপি প্রার্থীর পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ায় স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা মসজিদ কমিটির ওপর চাপ সৃষ্টি করেন। এর ফলেই গত সোমবার তাকে দায়িত্ব থেকে অব্যাহতির কথা জানানো হয়। তিনি প্রায় চার বছর ধরে ওই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।
এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি এলাহী বক্স বলেন, নির্দিষ্ট দলের প্রতি আল আমিনের পক্ষপাতিত্ব অনেকেরই পছন্দ ছিল না। পাশাপাশি মসজিদের সামনে একটি দোকান উচ্ছেদকে কেন্দ্র করে তিনি দোকানদারের পক্ষে অবস্থান নেন। এসব কারণেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করলে সাপাহার উপজেলা জামায়াতের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। উপজেলা আমির আবুল খায়ের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আল আমিনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত এবং এ ঘটনায় জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই।
ভিওডি বাংলা/ আ







