• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যেকোনো দিন রায় আসছে আবু সাঈদ হত্যা মামলায়

নিজস্ব প্রতিবেদক    ২৭ জানুয়ারী ২০২৬, ০২:০৫ পি.এম.
বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ -ছবি-ভিওডি বাংলা

চব্বিশের জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জানিয়েছে, এই মানবতাবিরোধী অপরাধের রায় যেকোনো দিন ঘোষণা করা হতে পারে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণার বিষয়ে আদেশ দেন। প্যানেলের অপর সদস্য হলেন বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। প্রসিকিউশনের পক্ষে জবাব দেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এরপর আসামিপক্ষ পাল্টা জবাব উপস্থাপন করে। ট্রাইব্যুনাল কোনো নির্দিষ্ট রায়ের তারিখ না দেয়ায়, যেকোনো সময় রায় ঘোষণা হতে পারে।

প্রসিকিউশনের পক্ষ থেকে মামলা পরিচালনায় ছিলেন মঈনুল করিম, ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার ও অন্যান্যরা। আসামিপক্ষের আইনজীবী ছিলেন আজিজুর রহমান দুলু, আবুল হাসান ও স্টেট ডিফেন্সের অন্যান্য আইনজীবী।

এর আগে, ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত তিন কার্যদিবস ধরে প্রসিকিউশনের যুক্তিতর্ক চলেছে। এই সময় ১৬ জুলাই ২০২৪ সালের আবু সাঈদ হত্যাকাণ্ডের সময় বেরোবি ক্যাম্পাসের মূল ফটকের সিসিটিভি ফুটেজ ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয়। প্রসিকিউটর মিজানুল ইসলাম ভিডিও ফুটেজের মাধ্যমে আসামিদের অবস্থান ও কার্যকলাপ শনাক্ত দেখান। মামলায় অভিযুক্ত ৩০ আসামির সর্বোচ্চ শাস্তি দাবী করা হয়েছে।

আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বেকসুর খালাস দাবি করেছেন।

মঙ্গলবার সকালে ছয় আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। তবে বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ২৪ জন আসামি এখনও পলাতক রয়েছেন।

মামলার আনুষ্ঠানিক বিচার গত বছর ২৭ আগস্ট শুরু হয়। ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে ফরমাল চার্জ গঠন করা হয়। অভিযোগপত্র ৩০ জুন আমলে নেওয়া হয়, এবং ২৪ জুন তদন্ত সংস্থার প্রতিবেদন চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দেওয়া হয়।

এই মামলার রায় মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ। দেশের বিচারপ্রক্রিয়া ও আইনশৃঙ্খলার স্বচ্ছতা নিশ্চিত করতে ট্রাইব্যুনালের এই রায়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম-২ আসনের প্রার্থিতা ফিরে পেলেন
সরোয়ার আলমগীর: চট্টগ্রাম-২ আসনের প্রার্থিতা ফিরে পেলেন
১০১ সংগঠনের কঠোর প্রতিবাদ, পুনর্বিবেচনার দাবি
চানখাঁরপুল হত্যাকাণ্ডের রায় প্রত্যাখ্যান: ১০১ সংগঠনের কঠোর প্রতিবাদ, পুনর্বিবেচনার দাবি
স্ত্রী-সন্তান হারানো ছাত্রলীগ নেতাকে জামিন দিলেন হাইকোর্ট
স্ত্রী-সন্তান হারানো ছাত্রলীগ নেতাকে জামিন দিলেন হাইকোর্ট