• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জ্বালানি উপদেষ্টা:

অন্তর্বর্তীকালীন সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না

নিজস্ব প্রতিবেদক    ২৭ জানুয়ারী ২০২৬, ০২:০০ পি.এম.
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান-ছবি: সংগৃহীত

সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে না। তিনি বলেন, পে-কমিশনের প্রতিবেদন শুধু জমা দেওয়া হয়েছে, বাস্তবায়নের দায়িত্ব নির্বাচিত সরকারের। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপদেষ্টা জানান, প্রস্তাবিত নতুন পে-স্কেল নির্বাচিত সরকারের জন্য কোনো চাপ সৃষ্টি করবে না। বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তাদের মধ্যে যে ক্ষোভ ছিল, তা নিয়ন্ত্রণে রাখতেই অন্তর্বর্তী পে-কমিশন গঠন করা হয়েছিল। হ্যাঁ ভোটের জন্য সরকারের পক্ষ থেকে কিছু বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

সভায় নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে ফাওজুল কবির খান বলেন, সামরিক সরঞ্জাম আমদানি করা হলেও এখন দেশের মধ্যে উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য চট্টগ্রামে ডিফেন্স ইকোনমিক জোনের জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি জানিয়েছেন, রমজান উপলক্ষে সরকারি ক্রয়ের আওতায় ১০ হাজার টন মসুর ডাল এবং ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া র‌্যাবের জন্য ১০০টি জিপ এবং ৪০ হাজার টন ইউরিয়া সার কেনার অনুমতি দেওয়া হয়েছে।

জ্বালানি উপদেষ্টা আশা প্রকাশ করেছেন, নির্বাচিত সরকার চাইলে এই পে-স্কেল প্রয়োগ বা বাতিল করতে পারবেন। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য মূলত নির্বাচিত সরকারের জন্য তোলপাড় সৃষ্টি না করা এবং সরকারি সেবা কার্যক্রমে কোন বিঘ্ন ঘটতে না দেওয়া।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা
জামায়াত ও আওয়ামী লীগ হলো “মুদ্রার এপিঠ-ওপিঠ”
মাহফুজ আলম: জামায়াত ও আওয়ামী লীগ হলো “মুদ্রার এপিঠ-ওপিঠ”