• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আচরণবিধি লঙ্ঘন

শোকজের জবাব দিলেন সারজিস আলম ও নওশাদ জমির

পঞ্চগড় প্রতিনিধি    ২৫ জানুয়ারী ২০২৬, ১০:৫৫ পি.এম.
১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম ও বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির। ছবি: কোলাজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দেওয়া কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাব দিয়েছেন পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির এবং ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম।

রোববার (২৫ জানুয়ারি) পৃথকভাবে রিটার্নিং কর্মকর্তার কাছে শোকজ নোটিশের লিখিত জবাব দাখিল করেন তারা।

এর আগে শনিবার (২৪ জানুয়ারি) পঞ্চগড়ের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান পৃথকভাবে এই দুই প্রার্থীকে শোকজ নোটিশ পাঠান। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়। 

রোববার বিকেলে বিএনপি প্রার্থীর পক্ষে তার নির্বাচনী এজেন্ট মুহম্মদ নওফল আরশাদ জমির শোকজের জবাব দাখিল করেন।

এদিকে বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ করেন বিএনপি প্রার্থীর এজেন্ট। তিনি দাবি করেন, শোকজ নোটিশে উল্লিখিত অভিযোগগুলো ‘ভুল বোঝাবুঝি’ ও ‘অসম্পূর্ণ তথ্যের’ ওপর ভিত্তি করে করা হয়েছে।

অন্যদিকে, শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. সারজিস আলম তার লিখিত জবাবে অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন এবং এ বিষয়ে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানান।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
জামায়াতের প্রার্থী ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের