• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘বিয়ের দিনই সবাই জানবে’— প্রেম নিয়ে স্পষ্ট ভাবনা

বিনোদন ডেস্ক    ২৫ জানুয়ারী ২০২৬, ১০:৩৮ পি.এম.
আশনা হাবিব ভাবনা। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

তারকাদের প্রেম, সম্পর্ক ও ব্যক্তিগত জীবন ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। আর সেই কৌতূহল থেকেই জন্ম নেয় নানা গুঞ্জন। তবে এসব গুঞ্জনের আগেই নিজের অবস্থান স্পষ্ট করলেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন— বর্তমানে তিনি কোনো প্রেমের সম্পর্কে নেই এবং বিয়ের আগে ঢাকঢোল পিটিয়ে সম্পর্কের ঘোষণা দেওয়ার ইচ্ছাও তার নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন ভাবনা। তিনি বলেন, ‘আমি কোনো সম্পর্কে নেই। যেদিন বিয়ে হবে, সেদিনই সবাই আমার সম্পর্কের কথা জানবে।’

সম্পর্কের বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেন এই অভিনেত্রী। তার মতে, সম্পর্ক মানেই কেবল প্রেম নয়। নারী-পুরুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও থাকতে পারে, যেখানে ভুল বোঝাবুঝি, মান-অভিমান কিংবা দূরত্ব তৈরি হওয়াটাই স্বাভাবিক।

আশনা হাবিব ভাবনা।

ভাবনার ভাষ্যে, ‘জীবন তো সব সময় এক রকম চলে না। সম্পর্কও বদলে যায়। প্রেম ছাড়াও নানা ধরনের সম্পর্ক হতে পারে, যেগুলো থেকে বের হয়ে আসাও সম্ভব।’

ব্যক্তিগত জীবনের এই স্পষ্টতার পাশাপাশি কাজের জগতেও দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন ভাবনা। সম্প্রতি সুমন ধর পরিচালিত একটি নতুন ওয়েব ফিল্মের প্রথম লটের শুটিং শেষ করেছেন তিনি। আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা এই ফিল্মে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইরফান সাজ্জাদ ও দীঘি।

এছাড়া খুব শিগগিরই শাহরিয়ার নাজিম জয় পরিচালিত আরও একটি নতুন ওয়েব প্রজেক্টের কাজ শুরু করবেন বলেও জানিয়েছেন ভাবনা। ব্যক্তিগত জীবনের গোপনীয়তা আর পেশাগত ব্যস্ততা— এই দুইয়ের সমন্বয়েই এখন নিজের মতো করে এগিয়ে চলছেন এই অভিনেত্রী।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
নাজিয়া হক অর্ষা: চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি
রাফসান সাবাব: এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি
মৌসুমীর সঙ্গে বিয়ের গুজব, হাসান জাহাঙ্গীরের আইনি হুঁশিয়ারি
মৌসুমীর সঙ্গে বিয়ের গুজব, হাসান জাহাঙ্গীরের আইনি হুঁশিয়ারি