ইসলামি শ্রমিক আন্দোলনের নেতা ও বিএনপি কর্মীর জামায়াতে যোগদান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশের পাথরঘাটা উপজেলা শাখার সহ-সভাপতি মো. জালাল গাজী ও স্থানীয় বিএনপি কর্মী ছগীর হাওলাদার।
শনিবার (২৪ জানুয়ারি) বিকালে কালমেঘা ইউনিয়নের কালমেঘা বাজার কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় আয়োজিত এক পথসভায় তারা জামায়াতে ইসলামীতে যোগদানের ঘোষণা দেন। পরে দশ দলীয় জোটের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাঃ সুলতান আহমদ সহ অন্যান্য নেতাকর্মীরা ফুলেল মালা দিয়ে তাদের বরণ করে নেয়।
পথসভায় যোগদানকারী মো. জালাল গাজী ও ছগীর হাওলাদার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন। সংগঠনটির লক্ষ্য ও কর্মকাণ্ড আমাদের মনে প্রাণে ভালো লেগেছে। তাই আমরা স্বেচ্ছায় এ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়েছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও বরগুনা-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. শামীম আহসান, পাথরঘাটা উপজেলা আমির হাফেজ মাওলানা মাসুদুল আলম, পাথরঘাটা পৌর আমির বজলুর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি এম. হাসিবুর রহমানসহ জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের জামায়াতে ইসলামী, ছাত্রশিবির এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এ সময় ডাঃ সুলতান আহমদ বলেন, দেশের মানুষ একটি সৎ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাজনীতি প্রত্যাশা করছে। জামায়াতে ইসলামী সেই রাজনীতিরই প্রতীক। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা আমাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলে যোগ দিচ্ছেন। এটি অত্যন্ত আশাব্যঞ্জক। আমি বিশ্বাস করি, এই গণজোয়ার আগামী নির্বাচনে ইতিবাচক পরিবর্তনের বার্তা দেবে।
এদিকে ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সন্ধ্যার পর কাকচিড়া ইউনিয়নের কাটাখলি বাজার এলাকায় আরেকটি পথসভা অনুষ্ঠিত হয়।
ভিওডি বাংলা/ জাহিদুল/ আ







