• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মওদুদীবাদী জামায়াতের সঙ্গে আলেমদের বিরোধ আদর্শিক

নিজস্ব প্রতিবেদক    ২৪ জানুয়ারী ২০২৬, ১০:৩৮ পি.এম.
সংগৃহীত ছবি

মওদুদীবাদী জামায়াতের সঙ্গে আলেম সমাজের বিরোধ রাজনৈতিক নয়, আদর্শিক—এমন মন্তব্য করেছেন ইসলামী চিন্তাবিদ ও আলেমরা। তারা বলেন, মওদুদীবাদী জামায়াতের ভ্রান্ত আকিদা সম্পর্কে জাতিকে সতর্ক করা আলেমদের ধর্মীয় দায়িত্ব। যুগে যুগে আলেমরা বক্তব্য ও লেখনীর মাধ্যমে সেই দায়িত্ব পালন করে আসছেন।

শনিবার (২৪ জানুয়ারি) ‘৪৭-এর দেশভাগ থেকে চব্বিশের গণ-অভ্যুত্থান: আলেম সমাজের ভূমিকা ও আগামীর করণীয়’ শীর্ষক এক আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন।

ইসলামী আকিদা সংরক্ষণ কমিটির আহ্বায়ক মুফতি রিজওয়ান রফীকির সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অনুসন্ধানী লেখক ও গবেষক শাকের হোসাইন শিবলি রচিত প্রামাণ্য গ্রন্থ ‘প্রত্যক্ষ রাজসাক্ষীর বয়ানে জামায়াত-শিবির-মওদুদীবাদের মুখোশ উন্মোচন’–এর মোড়ক উন্মোচন করা হয়।

আলোচনায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস, জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মাওলানা আজম খানসহ বিভিন্ন ইসলামী দলের শীর্ষ আলেম ও বুদ্ধিজীবীরা।

বক্তারা বলেন, মওদুদীবাদী জামায়াত-শিবির দীর্ঘদিন ধরে ইসলামের নামে সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করে আসছে। একসময় তারা ‘আকিমুদ্দীন’ বা দ্বীন প্রতিষ্ঠার স্লোগান দিলেও এখন দলীয় লোগো থেকেই সেই শব্দ বাদ দিয়েছে, যা তাদের আদর্শিক অবস্থান পরিবর্তনের প্রমাণ।

তারা বলেন, জামায়াত ইসলাম প্রতিষ্ঠার কথা বললেও আদর্শিকভাবে তারা সে পথে নেই। জামায়াত মদিনার ইসলামের পরিবর্তে আবুল আলা মওদুদীর মতবাদ প্রতিষ্ঠা করতে চায়। প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা ইসমতে আম্বিয়া ও সাহাবীদের মিয়ারে হক মানে না—ইসলাম বিষয়ে তাদের মৌলিক আকিদাগত অবস্থানই ত্রুটিপূর্ণ। এ কারণেই বিশ্বের মূলধারার আলেম সমাজ কখনোই জামায়াতকে প্রকৃত ইসলামী দল হিসেবে স্বীকৃতি দেয়নি।

বক্তারা উল্লেখ করেন, সম্প্রতি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী জামায়াতকে ‘ভণ্ড’ আখ্যায়িত করে বলেছেন, ‘আমরা জামায়াতকে ইসলামি দল মনে করি না।’

ক্ষমতার লোভে জামায়াত-শিবির ইসলামের বিভিন্ন বিধিবিধানের অপব্যাখ্যা করছে অভিযোগ করে বক্তারা বলেন, আবুল আলা মওদুদীর ভ্রান্ত মতবাদের ওপর প্রতিষ্ঠিত এই গোষ্ঠীটি শুরু থেকেই রাজনৈতিক স্বার্থে ইসলামের ব্যাখ্যা বিকৃত করে আসছে। বর্তমানে সেই অপতৎপরতা আরও বেড়েছে। বিভিন্ন মসজিদ ও মাহফিলে এসব অপব্যাখ্যার বিরুদ্ধে কথা বলায় বহু ইমাম ও বক্তা হয়রানির শিকার হয়েছেন।

আলেমরা বলেন, ইসলামের নামে এ ধরনের রাজনৈতিক উচ্চাভিলাসের কারণে শান্তির ধর্ম ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই এ বিষয়ে আলেম সমাজের পাশাপাশি প্রশাসনকেও সতর্ক থাকার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, এবারের নির্বাচন ঘিরেও ইসলামী ঐক্যের নামে জামায়াত ধর্মপ্রাণ জনগণের সঙ্গে প্রতারণা করেছে। শুরুতে ঐক্যের কথা বলে পরে নিজেদের স্বভাবজাত আচরণের মাধ্যমে ইসলামী দলগুলোর ঐক্য ভেঙে দিয়েছে। অতীতের মতো এবারও তারা ইসলামী শক্তির ঐক্য বিনষ্ট করেছে বলে অভিযোগ করেন বক্তারা।

আলেমরা সতর্ক করে বলেন, জামায়াত যদি কোনোভাবে ক্ষমতায় আসে, তাহলে দেশের মসজিদ, মাদরাসা, দাওয়াত-তাবলিগ, তাসাউফ ও সুলুক কার্যক্রম হুমকির মুখে পড়বে। তাই যারা ইসলামের নামে মওদুদীবাদ ও ভ্রান্ত আকিদা প্রচার করে, তাদের আগামী নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, শাকের হোসাইন শিবলি রচিত উক্ত গ্রন্থে পাকিস্তান, ভারত ও বাংলাদেশের বিভিন্ন আলেমের সাক্ষাৎকার এবং জামায়াত-শিবিরের হাতে নির্যাতিত আলেমদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।

ভিওডি বাংলা/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা