• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঊনসত্তরের গণঅভ্যুত্থান ইতিহাস তাৎপর্যপূর্ণ অধ্যায়: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:৩৩ এ.এম.
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায়। এই গণঅভ্যুত্থানই পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের পথ সুগম করে দেয় এবং জাতিকে স্বাধীনতার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে সাহস ও প্রেরণা জুগিয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) ‘ঊনসত্তরের গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে শুক্রবার (২৩ জানুয়ারি) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ঐতিহাসিক ছয় দফা আন্দোলন, পরবর্তীকালে এগারো দফা কর্মসূচি এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা। এই ধারাবাহিক আন্দোলনই বাঙালি জাতির রাজনৈতিক চেতনা ও আত্মপরিচয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, তৎকালীন স্বৈরাচারী শাসন ও দমন-পীড়নের বিরুদ্ধে ১৯৬৯ সালের জানুয়ারি মাসজুড়ে দেশজুড়ে আন্দোলন চরম রূপ ধারণ করে। ছাত্র-জনতা ও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ২৪ জানুয়ারি সেই আন্দোলন রূপ নেয় এক ব্যাপক গণবিস্ফোরণে। শাসকগোষ্ঠীর দমননীতি ও সান্ধ্য আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজপথে নামে সংগ্রামী জনতা।

তিনি উল্লেখ করেন, ওইদিন পুলিশের গুলিবর্ষণে ঢাকার নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র মতিউর রহমান মল্লিক শহীদ হন। এ ছাড়া মকবুল, আনোয়ার, রুস্তম, মিলন, আলমগীরসহ আরও অনেক নিরীহ মানুষ প্রাণ হারান। তাদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।

প্রধান উপদেষ্টা বলেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থানসহ পরবর্তী সব গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে শহীদদের আত্মদান এ দেশের তরুণ সমাজকে যুগিয়েছে অফুরন্ত সাহস, দৃঢ়তা ও অনুপ্রেরণা।

বাণীর শেষাংশে তিনি গণঅভ্যুত্থানের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, এই স্মৃতিবিজড়িত দিনে আমাদের অঙ্গীকার হোক—ঊনসত্তরের গণঅভ্যুত্থানের আদর্শ ও মূল্যবোধ ধারণ করে একটি প্রকৃত গণতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তোলা।

সবশেষে তিনি দেশের মুক্তি সংগ্রামের সব শহীদের রূহের মাগফিরাত কামনা করেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা
জামায়াত ও আওয়ামী লীগ হলো “মুদ্রার এপিঠ-ওপিঠ”
মাহফুজ আলম: জামায়াত ও আওয়ামী লীগ হলো “মুদ্রার এপিঠ-ওপিঠ”