নির্বাচিত সরকার ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয়: রবিউল

ঢাকা-১০ আসনের বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি বলেছেন, দেশের বিদ্যমান গ্যাস সংকটসহ নাগরিক নানা সমস্যার স্থায়ী সমাধান নির্বাচিত সরকার ছাড়া সম্ভব নয়।
বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর ১৬ নম্বর ওয়ার্ড, ক্রিসেন্ট রোড এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রবিউল বলেন, বর্তমানে যে গ্যাসসহ নানা সমস্যা রয়েছে, তা সমাধান করার মতো সক্ষমতা কেবল নির্বাচিত সরকারেরই আছে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সেবার জন্য নয়, বরং একটি ভালো নির্বাচন ও কিছু সংস্কারের দায়িত্ব পালন করছে। তাই নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে নির্বাচিত সরকার অপরিহার্য।
বিএনপি ক্ষমতায় এলে গ্যাস সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে রবিউল বলেন,যেখানে গ্যাসের লাইন আছে, সেখানে অবাধে গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে। বিএনপি সরকার এলে আপনাদের এই সমস্যার সমাধানে সরকারকে বাধ্য করার জন্য যা করা লাগে আমি করব।
দলীয় শৃঙ্খলা প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, বিএনপির কেউ যদি আপনাদের ওপর চাপ প্রয়োগ করে বা অনৈতিক সুবিধা চায়, তাহলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন। আমি থাকতে কোনো চাঁদাবাজ, অবিচারকারী ও দুষ্কৃতিকারী রেহাই পাবে না।
এলাকার জলাবদ্ধতা, গ্যাস ও পানির সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব সমস্যা চিহ্নিত করা হয়েছে, তবে নির্বাচিত সরকার না থাকায় তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। সুযোগ পেলে জনগণের অধিকার ও স্বার্থের ভিত্তিতে এসব সমস্যার সমাধান করা হবে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি বানানোর নির্বাচন নয়, রাষ্ট্র ব্যবস্থাপনার গুণগত পরিবর্তনের নির্বাচন। রাষ্ট্রের মালিকানা অর্জন করতে হলে আপনাদের ভোট দিতে হবে।
এ সময় এলাকাবাসী ও স্থানীয় বিএনপি নেতা কর্মী উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা-সবুজ/জা







