• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইশরাক হোসেন পেলেন ‘ধানের শীষ’ প্রতীক

নিজস্ব প্রতিবেদক    ২১ জানুয়ারী ২০২৬, ১১:৪৮ এ.এম.
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-৬ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনি প্রতীক ‘ধানের শীষ’ পেয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় নির্বাচন কার্যালয় থেকে ইশরাক হোসেনের পক্ষে তার চাচাতো ভাই মাশরুর হোসেন প্রতীক বরাদ্দের চিঠি সংগ্রহ করেন।

প্রতীক সংগ্রহের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মাশরুর হোসেন। তিনি বলেন, “আমি বিএনপি মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের চাচাতো ভাই হিসেবে তার পক্ষ থেকে ধানের শীষ প্রতীকের চিঠি গ্রহণ করেছি। একই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া চাইছি, যেন একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা বিজয়ী হতে পারি এবং ঢাকা-৬ আসনটি ইশরাক হোসেনকে উপহার দিতে পারি, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন একজন অত্যন্ত জনপ্রিয় নেতা। মাঠ পর্যায়ে খোঁজ নিলে দেখা যাবে, নিরপেক্ষভাবে তার কোনো বিকল্প নেই। তিনি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।”

মাশরুর হোসেনের ভাষ্য অনুযায়ী, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন সমাজকল্যাণমূলক নানা কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মন জয় করেছেন। তিনি বলেন, “এই এলাকার মানুষ ইশরাক হোসেনকে ভালোবাসেন এবং বিশ্বাস করেন। জনগণের সেই ভালোবাসা ও সমর্থনই আসন্ন নির্বাচনে তার বিজয়ের প্রধান শক্তি হবে।”

উল্লেখ্য, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ঢাকা-৬ আসনে বিএনপির নির্বাচনি প্রচারণা আরও জোরালো হবে বলে দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন। প্রতীক হাতে পাওয়ার পরপরই নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে এবং শিগগিরই গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
তারেক রহমান: জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে
মির্জা আব্বাস: বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে