• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইভ্যালির রাসেল-শামীমা আবারও গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক    ২০ জানুয়ারী ২০২৬, ১১:৫৩ এ.এম.
ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল (ডানে) ও চেয়ারম্যান শামীমা নাসরিন-ছবি-ভিওডি বাংলা

ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে আবারও গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ডিবির একটি দল তাদের গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি জানান, ডিবির পক্ষ থেকে গ্রেফতারের তথ্য থানাকে জানানো হয়েছে।

ডিবি সূত্র জানায়, শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়ের করা একাধিক মামলায় দুই শতাধিক গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। শুধু ধানমন্ডি থানাতেই তাদের বিরুদ্ধে শতাধিক পরোয়ানা কার্যকর রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে চেক জালিয়াতি, প্রতারণা ও গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে একাধিক মামলায় তারা অভিযুক্ত হন। ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেফতার করে পুলিশ।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর শামীমা নাসরিন ২০২২ সালের এপ্রিল মাসে এবং মোহাম্মদ রাসেল একই বছরের ডিসেম্বর মাসে জামিনে মুক্তি পান। তবে মুক্তির পরও তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিচার কার্যক্রম চলমান ছিল।

সম্প্রতি চেক জালিয়াতির একটি মামলায় মোহাম্মদ রাসেলকে কারাদণ্ড দেওয়া হয় এবং একই মামলায় শামীমা নাসরিন খালাস পান। নতুন করে গ্রেফতারের পর তাদের আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো দিন রায় আসছে আবু সাঈদ হত্যা মামলায়
যেকোনো দিন রায় আসছে আবু সাঈদ হত্যা মামলায়
চট্টগ্রাম-২ আসনের প্রার্থিতা ফিরে পেলেন
সরোয়ার আলমগীর: চট্টগ্রাম-২ আসনের প্রার্থিতা ফিরে পেলেন
১০১ সংগঠনের কঠোর প্রতিবাদ, পুনর্বিবেচনার দাবি
চানখাঁরপুল হত্যাকাণ্ডের রায় প্রত্যাখ্যান: ১০১ সংগঠনের কঠোর প্রতিবাদ, পুনর্বিবেচনার দাবি