পটুয়াখালী-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ডা. জহির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী-৪ আসনে ভোটের মাঠে বাড়ছে উত্তাপ। নির্বাচনী কৌশল ও রাজনৈতিক সমীকরণের কারণে পরিবর্তন এসেছে ১০ দলীয় জোটের প্রার্থী তালিকায়। শেষ পর্যন্ত এই আসনে জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে ডা. জহির উদ্দিন আহম্মেদকে।
১০ দলীয় জোটের অন্যতম শরিক দল খেলাফত মজলিসের পক্ষ থেকেই তাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট জোট নেতারা। ডা. জহির উদ্দিন আহম্মেদের আগে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রাথমিকভাবে এই আসনে ইসলামী আন্দোলনের অধ্যক্ষ মোস্তাফিজকে জোটের প্রার্থী করার আলোচনা থাকলেও পরবর্তীতে জোটের অভ্যন্তরীণ সিদ্ধান্ত পরিবর্তনের কারণে সেই পরিকল্পনা থেকে সরে আসে নেতৃত্ব। রাজনৈতিক বাস্তবতা, ডা. জহির উদ্দিন আহম্মেদের ব্যক্তিগত জনপ্রিয়তা এবং আওয়ামী লীগের ভোটব্যাংককে বিবেচনায় নিয়ে তাকে জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয় বলে জানা গেছে।
ডা. জহির উদ্দিন আহম্মেদ বলেন, “জোটের সিদ্ধান্ত অনুযায়ী আমাকে পটুয়াখালী-৪ আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। জোটের অন্যান্য প্রার্থীরা আগামীকাল আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থিতা প্রত্যাহার করবেন।”
এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নাজমুল আহসান বলেন, “পটুয়াখালী-৪ আসনে আমাদের জোট থেকে খেলাফত মজলিসের প্রার্থী ডা. জহির উদ্দিন আহম্মেদকে চূড়ান্ত করা হয়েছে। আজ অথবা কাল আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।”
জোটের এই সিদ্ধান্তে পটুয়াখালী-৪ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভিওডি বাংলা/জা







