• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাতক্ষীরায় শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

সাতক্ষীরা প্রতিনিধি    ৯ জানুয়ারী ২০২৬, ০৭:০২ পি.এম.
সাতক্ষীরায় শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। ছবি: ভিওডি বাংলা

সাতক্ষীরায় শীতের ক্রমবর্ধমান প্রভাবে পৌর এলাকা ও আশপাশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত পারদ উল্লেখযোগ্যভাবে কমে গেছে, এবং মানুষ স্বাভাবিকের তুলনায় অনেক আগে ভোরেই শীত অনুভব করছে।

জেলা শহরের রাস্তায় ও হাসপাতালের আশপাশে দেখা যাচ্ছে মানুষ গরম পোশাক, শাল বা কম্বল পরে, আবার কেউ কেউ আগুন জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করছে। শীতে ঠাণ্ডা হাওয়ার দাপটে সাধারণ মানুষ পূর্বের মতো রাস্তায় কাজ করতে, বাজারে যেতে ও বিদ্যালয়ে যাওয়ায় কষ্টের মুখে পড়েছে।

সারাদেশে শৈত্যপ্রবাহের কারণে শীতের অবস্থান ঊর্ধ্বমুখী এবং কয়েকটি অঞ্চলে ঘন কুয়াশা ও কনকনে ঠাণ্ডা থাকতে পারে, এমন সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের পক্ষেও দেওয়া হয়েছে।

সাতক্ষীরায় সর্বনিম্ন তাপমাত্রা: সাম্প্রতিক আবহাওয়া জানালে দেখা গেছে সাতক্ষীরায় শৈত্যপ্রবাহের সময় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৮.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে এসেছে, যা স্থানীয় মানুষের জন্য বিরাট শীত অনুভূতি তৈরি করেছে। তবে জানুয়ারির মাসে স্বাভাবিকের চেয়ে নিম্ন মূখি তাপমাত্রা। মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে।

সাতক্ষীরার বিভিন্ন স্থানে বিশেষ করে সরকারি হাসপাতাল এলাকায় গাছের নিচে, রাস্তার ধারে মানুষ আগুন জ্বালিয়ে বসে আছে। অনেকেই শীতের কারণে শ্বাসকষ্ট সহ ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে। শৈত্যপ্রবাহের কারনে সাধারণ লোকজনের চলাচল বিঘ্নিত হয়েছে। বাইরের কাজকর্মে মানুষ কম সক্রিয়। স্কুল-কলেজে স্বাভাবিকের তুলনায় উপস্থিতি কমে যাচ্ছে।

আবদুল্লাহ আল মামুন/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
ইসি সানাউল্লাহ নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
বালুমহালের ইজারার নামে নয়-ছয় সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে
আসিফ মাহমুদ আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে