• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিইসিতে আফরোজার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি    ৭ জানুয়ারী ২০২৬, ০৯:৫৯ এ.এম.
বিএনপি প্রার্থী আফরোজা খানম রীতা-স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান আতা-ছবি-ভিওডি বাংলা

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রীতা ও তার সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে লিখিত অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান আতা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে তিনি এই অভিযোগ দাখিল করেন।

অভিযোগে আতাউর রহমান আতা উল্লেখ করেন, গত ৪ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাইয়ের ফল ঘোষণা শেষে আফরোজা খানম রীতার কয়েকজন সমর্থক সম্মিলিতভাবে তার ওপর হামলা চালান। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ভেতরে এ ধরনের ঘটনা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তিনি আরও বলেন, ঘটনার পর জেলা রিটার্নিং কর্মকর্তা বিষয়টি উপেক্ষা করেছেন, যা পক্ষপাতিত্বের ইঙ্গিত দেয়। এতে বর্তমান জেলা প্রশাসনের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেন।

অভিযোগে হামলাকারী ব্যক্তি এবং তাদের সমর্থিত প্রার্থী আফরোজা খানম রীতার বিরুদ্ধে নির্বাচনি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বর্তমানে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করছে নির্বাচন কমিশন। আপিল শুনানি শেষে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
জামায়াতের প্রার্থী ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের