• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লুসিড ও নুরোর সঙ্গে উবারের নতুন রোবট্যাক্সি যাত্রা শুরু

ভিওডি বাংলা ডেস্ক    ৬ জানুয়ারী ২০২৬, ০৪:৫৫ পি.এম.
সিইএস চলতি বছরে প্রদর্শিত উবার-ছবি: সংগৃহীত

স্বয়ংচালিত গাড়ির প্রতিযোগিতায় নতুন ধাপ যোগ করল উবার। লুসিড মোটরস ও স্বয়ংচালিত প্রযুক্তি প্রতিষ্ঠান নুরোর সঙ্গে যৌথভাবে তারা উন্মোচন করেছে তাদের নতুন রোবট্যাক্সি।

চলতি বছরে কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) রোবট্যাক্সিটি আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হয়। প্রদর্শনের আগেই প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ গাড়িটি কাছ থেকে দেখার সুযোগ পায়। 

রোবট্যাক্সিটি তৈরি করা হয়েছে লুসিড গ্র্যাভিটি এসইউভিকে ভিত্তি করে। এতে সংযুক্ত করা হয়েছে অত্যাধুনিক স্বয়ংচালিত প্রযুক্তি। প্রকল্পটি ছয় মাসেরও বেশি সময় ধরে প্রস্তুত করা হচ্ছে। এর অংশ হিসেবে উবার বিনিয়োগ করেছে ৩০ কোটি ডলার এবং লুসিডের কাছ থেকে ২০ হাজার বৈদ্যুতিক গাড়ি কেনার প্রতিশ্রুতি দিয়েছে।

উবার, লুসিড ও নুরো যৌথভাবে জানিয়েছে, রোবট্যাক্সিটি ইতিমধ্যে জনসাধারণের সড়কে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। চলতি বছরই যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এরিয়ায় বাণিজ্যিকভাবে সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

প্রযুক্তিগতভাবে গাড়িটিতে রয়েছে উচ্চ রেজুলেশনের ক্যামেরা, সলিড-স্টেট লাইডার সেন্সর ও রাডার প্রযুক্তি। এগুলো গাড়ির বডি ও ছাদের ওপর থাকা ‘হালো’ অংশে সংযুক্ত করা হয়েছে। গাড়ির স্বয়ংচালিত ব্যবস্থা পরিচালিত হচ্ছে এনভিডিয়ার ড্রাইভ এজিএক্স থর কম্পিউটারের মাধ্যমে।

হালো অংশে যুক্ত এলইডি লাইট দূর থেকে গাড়ি শনাক্ত করতে সহায়তা করবে। একইসঙ্গে সেখানে একটি ছোট স্ক্রিন রয়েছে, যা যাত্রীদের স্বাগত জানাবে। গাড়ির ভেতরে রয়েছে আলাদা রাইড ইন্টারফেস, যেখানে যাত্রীরা থ্রিডি মানচিত্রে আশপাশের গাড়ি ও পথচারীদের অবস্থান দেখতে পারবেন।

সামনের অংশে রয়েছে লুসিড গ্র্যাভিটির ৩৪ ইঞ্চির বাঁকানো ওএলইডি টাচস্ক্রিন। উবার এই রোবট্যাক্সিকে প্রিমিয়াম সেবা হিসেবে চালু করতে চায়। গ্র্যাভিটি গাড়ির ভেতরের জায়গা প্রশস্ত হওয়ায় দুই ও তিন সারির আসনের সংস্করণ থাকবে।

চূড়ান্ত যাচাই ও অনুমোদন শেষ হলে রোবট্যাক্সিটির পূর্ণ উৎপাদন শুরু হবে। গাড়িগুলো লুসিডের অ্যারিজোনার কারখানা থেকেই সরবরাহ করা হবে। তবে উৎপাদনের নির্দিষ্ট সময়সূচি এখনো জানানো হয়নি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুগল জিমেইলে নতুন এআই সহকারী ‘জেমিনি’ যুক্ত
গুগল জিমেইলে নতুন এআই সহকারী ‘জেমিনি’ যুক্ত
ফেব্রুয়ারিতে আসতে পারে গুগল পিক্সেল ১০এ
ফেব্রুয়ারিতে আসতে পারে গুগল পিক্সেল ১০এ
৫০ বছর পর নাসা চাঁদে মানুষ পাঠাচ্ছে
৫০ বছর পর নাসা চাঁদে মানুষ পাঠাচ্ছে