হাদি হত্যা মামলার আসামির ভিডিও যাচাই করছে পুলিশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলার মূল আসামি ফয়সালের দুটি ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করবে না পুলিশ।
শনিবার (৩ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘এ-ফোর বসুন্ধরা পেপার ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড–২০২৫’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
ভিডিও বার্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “এই বিষয়ে এখন নো-কমেন্ট। ভিডিওগুলো আমরা পেয়েছি, সেগুলো যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে বক্তব্য দেওয়া হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যেন কোনো ভুল তথ্য বা বাড়াবাড়ির কারণে পুলিশ সদস্যরা ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।
তিনি বলেন, গত কয়েক বছরে দেশ একটি অস্থির সময় পার করেছে। বিশেষ করে দীর্ঘ সময় রাস্তা অবরোধের কারণে ঢাকাবাসী চরম ভোগান্তির শিকার হয়েছে। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা জরুরি।
আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, পুলিশের মধ্যে লটারির মাধ্যমে ব্যাপক রদবদল করা হয়েছে এবং সীমাবদ্ধতার মধ্যেও বাহিনী দায়িত্ব পালন করছে।
নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, যাদের জীবনের প্রতি বাস্তব হুমকি রয়েছে, এসবি যাচাইয়ের পর তাদের গানম্যান দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনারদের নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
ডিএমপি কমিশনার আরও বলেন, সীমিত জনবল নিয়ে ভারসাম্য রেখে দায়িত্ব পালন করতে হচ্ছে। বর্তমানে ঢাকা মহানগরীতে ছিনতাইসহ অপরাধ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে এবং এই ধারা ধরে রাখতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।
ভিওডি বাংলা/ আরিফ







