• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিষিদ্ধ ফুটবলাররা

গ্যাবনের জাতীয় দল ভেঙে দিল সরকার

স্পোর্টস ডেস্ক    ২ জানুয়ারী ২০২৬, ০২:৩০ পি.এম.
গ্যাবনের তারকা ফরোয়ার্ড পিয়ের-এমেরিক আউবামেয়াং। সংগৃহীত ছবি

আফ্রিকা কাপ অব নেশনস থেকে হতাশাজনক বিদায়ের পর গ্যাবনের জাতীয় ফুটবল দলকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে দেশটির সরকার। একই সঙ্গে তারকা ফরোয়ার্ড পিয়ের-এমেরিক আউবামেয়াং ও ডিফেন্ডার ব্রুনো একুয়েলে মানগাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে এবং বরখাস্ত করা হয়েছে প্রধান কোচ থিয়েরি মৌইউমাকে।

গত ৩১ ডিসেম্বর আইভরি কোস্টের বিপক্ষে ৩–২ গোলে হারের পর এসব সিদ্ধান্তের কথা জানান গ্যাবনের ক্রীড়ামন্ত্রী সিম্পলিস-দেজিরে মামবুলা। মরক্কোয় অনুষ্ঠিত এবারের আফ্রিকা কাপে গ্রুপ পর্বে ক্যামেরুন ও মোজাম্বিকের বিপক্ষে আগের দুটি ম্যাচেও হেরে গ্রুপের তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করে গ্যাবন।

মন্ত্রী মামবুলা দলের পারফরম্যান্সকে ‘লজ্জাজনক’ উল্লেখ করে বলেন, আফ্রিকা কাপে প্যান্থার্সদের হতাশাজনক পারফরম্যান্সের পর কোচিং স্টাফ বিলুপ্ত করা, জাতীয় দল স্থগিত রাখা এবং আউবামেয়াং ও মানগাকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আইভরি কোস্টের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচের আগেই গ্যাবনের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছিল। ওই ম্যাচে দুই গোলে এগিয়েও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে ব্যর্থ হয় দলটি।

সাবেক আর্সেনাল ও বার্সেলোনা স্ট্রাইকার পিয়ের-এমেরিক আউবামেয়াং উরুর চোটের চিকিৎসার জন্য তার বর্তমান ক্লাব মার্সেইয়ে ফিরে যাওয়ায় শেষ ম্যাচে খেলতে পারেননি। পরে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দলের সমস্যাগুলো কোনো একক খেলোয়াড়কে ঘিরে নয়, বরং সমস্যাগুলো আরও গভীর।

প্রায় দুই বছরের কিছু বেশি সময় ধরে গ্যাবনের কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন থিয়েরি মৌইউমা।

উল্লেখ্য, একসময় আফ্রিকায় বড় টুর্নামেন্টে ব্যর্থতার পর সরকারিভাবে জাতীয় দল ভেঙে দেওয়ার ঘটনা তুলনামূলকভাবে প্রচলিত ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে ফিফা সরকারের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় এমন সিদ্ধান্ত এখন খুব কমই দেখা যায়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত: নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ