• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজধানী থেকে বিএনপির ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু

নিজস্ব প্রতিবেদক    ২ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ পি.এম.
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যানার অপসারণ কর্মসূচি উদ্বোধন-ছবি-ভিওডি বাংলা

রাজধানী ঢাকা থেকে বিএনপি নগরের সৌন্দর্য বজায় রাখার উদ্যোগে নেতাকর্মীদের নামে-বেনামে থাকা সব ধরনের ব্যানার ও ফেস্টুন সরানো শুরু করেছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যানার খুলে এই কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, ব্যানার-ফেস্টুন রাজনৈতিক মত প্রকাশের মাধ্যম হলেও নাগরিক অধিকার লঙ্ঘন এবং নগর সৌন্দর্য নষ্ট হলে তা গ্রহণযোগ্য নয়। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি, কেন্দ্রীয় যুবদল ও ছাত্রদলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোকের ব্যানার কিছুদিন রাখা হবে, তবে অন্য সব ব্যানার তিন দিনের মধ্যে অপসারণ করা হবে।

রিজভী আরও বলেন, সভ্য দেশে রাস্তার ধারে অনিয়মিতভাবে ব্যানার লাগানো সোভা পায় না; রাজনৈতিক কর্মসূচির সময় ব্যানার লাগানো যেতে পারে, তবে কর্মসূচি শেষে তা সরানো জরুরি।

শহরের ব্যানার-ফেস্টুন অপসারণের দায়িত্ব যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ভাগ করে দেয়া হয়েছে। এ কর্মসূচি পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকায়ও বাস্তবায়িত হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
তারেক রহমান: জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে
মির্জা আব্বাস: বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে