• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিপিএল লুক নিয়ে সমালোচনায় তানজিন তিশা

বিনোদন ডেস্ক    ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পি.এম.
অভিনেত্রী তানজিন তিশা। সংগৃহীত ছবি

বিতর্ক যেন পিছু ছাড়ছেই না দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। একের পর এক ঘটনায় বারবার খবরের শিরোনামে আসছেন তিনি। এবার আলোচনায় এসেছেন তার ‘বিপিএল লুক’ নিয়ে।

চলতি বছরের ২৬ ডিসেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিপিএলের দ্বাদশ আসর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের ম্যাচের পর উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম্যান্সে মঞ্চ মাতাতে দেখা যায় অভিনেত্রী তানজিন তিশাকে। তবে তার নাচের পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় এসেছে বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানে তার পরিহিত পোশাক ও সামগ্রিক লুক।

রোববার (২৮ ডিসেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের লুকের একগুচ্ছ ছবি শেয়ার করেন তিশা।

অভিনেত্রী তানজিন তিশা।

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, রুপালি চুমকি বসানো গ্লিটারি টপসের সঙ্গে নিয়ন রঙের কার্গো স্টাইলের প্যান্ট পরেছেন তিনি। গলায় ছিল পাথরের ভারী নেকলেস এবং কানে ছোট আকারের টপ ইয়াররিং। চোখের কোণে স্টোনের ব্যবহার তার লুকে যোগ করেছে অতিরিক্ত ঝলক। পায়ে ছিল অফ-হোয়াইট রঙের হিল-স্টাইল স্নিকার বুট।

ছবিগুলোতে তিশাকে কিছুটা ভিন্নধর্মী ভঙ্গিতে বসে পোজ দিতেও দেখা গেছে। তবে পোশাকের অতিরিক্ত চাকচিক্য এবং ছবি তোলার ভঙ্গির মধ্যে সামঞ্জস্য না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের সমালোচনা ও কটাক্ষের মুখে পড়েছেন এই অভিনেত্রী।

এদিকে লুকের পাশাপাশি আরও একটি গুঞ্জন ছড়িয়েছে—উদ্বোধনী অনুষ্ঠানের দিন নাকি শুরুতে তাকে মাঠে প্রবেশ করতে দেওয়া হয়নি। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি তানজিন তিশা।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮ বার ‘এয়ার ফোর্স ওয়ান’ দেখেছেন
তারেক রহমান: ৮ বার ‘এয়ার ফোর্স ওয়ান’ দেখেছেন
চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
নাজিয়া হক অর্ষা: চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি
রাফসান সাবাব: এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি