পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর নির্বাসনে কাটিয়ে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজকের কর্মসূচি থেকে রাজধানীর শ্যামলীতে পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি বাদ দেওয়া হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। তার এ কর্মসূচি বাতিলের কারণ হিসেবে পোস্টে বলা হয়েছে, পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানের আহত না থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এ কর্মসূচি বাতিল করা হয়েছে।
তবে, কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৭ ডিসেম্বর) তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রসৈনিক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশন করতে যাবেন নির্বাচন কমিশন অফিসে।
প্রায় ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশে ফেরেন তারেক রহমান। তাকে গণসংবর্ধনা দিতে পূর্বাচলে ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা মঞ্চ তৈরি করা হয়।
ভিওডি বাংলা/ এমএম







