• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নড়াইল

কুরআন শরীফ অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি    ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ পি.এম.
কুরআন শরীফ অবমাননার অভিযোগে গ্রেপ্তার যুবক হামীম মোল্লা। ছবি: ভিওডি বাংলা

নড়াইলের নড়াগাতী থানার খাসিয়াল ইউনিয়নের চোরখালি গ্রামে মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় গ্রন্থ পবিত্র আল কুরআন শরীফে লাথি মারা ও প্রস্রাব করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত যুবক হলেন খাসিয়াল ইউনিয়নের চোরখালি গ্রামের রুহুল মোল্লার ছেলে হামীম মোল্লা (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে অভিযুক্ত হামীম মোল্লা পবিত্র কুরআন শরীফে লাথি মারেন এবং এর ওপর প্রস্রাব করেন। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাটি প্রত্যক্ষ করলে অভিযুক্ত যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে স্থানীয়রা তাকে খুঁজে বের করে মারধরের চেষ্টা করলে হামীম মোল্লা বড়দিয়া বাজারে ব্যবসায়ী জিয়ার দোকানে আশ্রয় নেন। পবিত্র কুরআন শরীফ অবমাননার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বড়দিয়া বাজারে জড়ো হন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাজারের ব্যবসায়ীরা নড়াগাতি থানায় বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে হেফাজতে নেয়।

এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ রহিম জানান, পবিত্র কুরআন শরীফে লাথি মারা ও প্রস্রাব করার অভিযোগে খাসিয়াল ইউনিয়নের চোরখালি গ্রামের রুহুল মোল্লার ছেলে হামীম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভিওডি বাংলা/ মোঃ মাহফুজুর রহমান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা