• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রেমের প্রস্তাবে স্টাম্প দিয়ে পিটিয়েছি : ঐশী

বিনোদন ডেস্ক    ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ পি.এম.
জান্নাতুল ফেরদৌস ঐশী। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। পর্দায় তাকে সাধারণত শান্ত ও লাবণ্যময়ী চরিত্রে দেখা গেলেও, বাস্তব জীবনের এক স্মৃতিচারণে ভক্তদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে নিজের স্কুলজীবনের একটি ঘটনা শেয়ার করেন ঐশী। তিনি জানান, দশম শ্রেণিতে পড়ার সময় এক তরুণ তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন।

জান্নাতুল ফেরদৌস ঐশী। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

তবে সেই প্রস্তাবের প্রতিক্রিয়ায় যা ঘটেছিল, তা ছিল বেশ অপ্রত্যাশিত। ঐশী বলেন, ‘প্রেমের প্রস্তাব দেওয়ার প্যাটার্নের চেয়ে বড় কথা হলো, প্রেমের প্রস্তাব দিয়েছিল এমন একজনকে আমি ক্রিকেট স্টাম্প দিয়ে পিটিয়েছিলাম।’ 

এ কথা শুনে অনুষ্ঠানের সঞ্চালক বিস্ময় প্রকাশ করে জানতে চান, কোন পরিস্থিতিতে তিনি এমন আচরণ করেছিলেন। উত্তরে ঐশী হেসে বলেন, তখন তিনি খুবই ছোট ছিলেন এবং বিষয়টি বোঝার মতো পরিপক্বতা তার ছিল না।

জান্নাতুল ফেরদৌস ঐশী। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

স্মৃতিচারণা করতে গিয়ে কিছুটা লজ্জিত হয়ে ঐশী ক্যামেরার দিকে তাকিয়ে সেই তরুণের উদ্দেশে ক্ষমা চান। তিনি বলেন, ‘আমি তখন ইমম্যাচিউর ছিলাম। আই অ্যাম স্যরি। আমি এখন তাকে উদ্দেশ করেই বলছি।’

পুরো সময়টাতেই ঐশীকে হাসিখুশি ও স্বচ্ছন্দ মেজাজে দেখা যায়। স্কুলজীবনের এই মজার হলেও কিছুটা তিক্ত অভিজ্ঞতা শেয়ার করে দর্শকদের হাসিয়েছেন তিনি।

বর্তমানে ঢালিউডের ব্যস্ত এই অভিনেত্রী নিয়মিত ছোট ও বড় পর্দার কাজ নিয়ে সক্রিয় রয়েছেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮ বার ‘এয়ার ফোর্স ওয়ান’ দেখেছেন
তারেক রহমান: ৮ বার ‘এয়ার ফোর্স ওয়ান’ দেখেছেন
চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
নাজিয়া হক অর্ষা: চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি
রাফসান সাবাব: এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি