• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানের ফ্লাইট থেকে হঠাৎ দুই ক্রু প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক    ২১ ডিসেম্বর ২০২৫, ১১:০০ এ.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা ফেরার বিশেষ ফ্লাইটে দায়িত্ব পালনকারী দুই কেবিন ক্রুকে জরুরি ভিত্তিতে সরিয়ে নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকা নিয়ে আসার কথা রয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় তাদের ডিউটি রোস্টার থেকে বাদ দেওয়া হয়েছে বলে বিমান সূত্র নিশ্চিত করেছে।

যাদের সরিয়ে নেওয়া হয়েছে তারা হলেন জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডস জিনিয়া ইসলাম।

বিমান সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের অসংখ্য ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। 

জানা গেছে, তারা নিয়মিত সাবেক আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের ফ্লাইটগুলো পরিচালনা করতেন। ভিআইপি যাত্রীর নিরাপত্তায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সেটি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গোয়েন্দা প্রতিবেদনে এই দুই কর্মীর রাজনৈতিক সম্পৃক্ততা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এর প্রেক্ষিতে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ তাদের পরিবর্তে নতুন দুজনকে দায়িত্ব দিয়েছে। নতুন তালিকায় স্থান পেয়েছেন ফ্লাইট পার্সার মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াত।

তারেক রহমানকে বহনকারী বিজি–২০২ ফ্লাইটটি আগামী বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। এই ফ্লাইটে তারেক রহমানের পরিবারের সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারাও থাকবেন।

রাজনৈতিক কারণে ক্রু সরিয়ে নেওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত ২ মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি ফ্লাইটেও একই ধরনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আল কুবরুন নাহার কসমিক এবং মো. কামরুল ইসলাম রিপন নামের দুই কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাদির হত্যাকাণ্ডে বড় ষড়যন্ত্রের ইঙ্গিত: সালাহউদ্দিন
হাদির হত্যাকাণ্ডে বড় ষড়যন্ত্রের ইঙ্গিত: সালাহউদ্দিন
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
জরুরি সাংগঠনিক সভা ডেকেছে ছাত্রদল
জরুরি সাংগঠনিক সভা ডেকেছে ছাত্রদল