গৌরীপুর
পুলিশের অভিযানে আ’লীগ নেতা সহ তিনজন গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় উপজেলার মইলাকান্দা ইউনিয়নের কাউরাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মইলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউরাট গ্রামের সমশের আলীর পুত্র আবু সাঈদ মন্ডল (৫৫), বিষমপুর গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র আওয়ামী লীগ নেতা আবু সাহেদ (৫৫) এবং সহনাটী গ্রামের লুৎফর রহমানের পুত্র কিলটন মিয়া (৩১)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান জানান, অভিযানের পর তিনজনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হানিফ উদ্দিন গণমাধ্যমকে জানান, ২০২৪ সালের নভেম্বর মাসে গৌরীপুর থানায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলায় আবু সাহেদ ও কিলটন মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া আবু সাঈদ মন্ডলকে শ্যামগঞ্জ থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/ হুমায়ুন কবির/ আ






