• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নবাবগঞ্জ

অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ পি.এম.
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান। ছবি: ভিওডি বাংলা

অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙনসহ সংশ্লিষ্ট এলাকার পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। দুষ্কৃতিকারী প্রভাবশালী একটি মহল সরকারের বালুমহাল হিসেবে ঘোষিত নয়- এমন এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এছাড়া কোনো কোনো অনুমোদিত ইজারাদারও বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুসরণ না করে বালু উত্তোলন করছে। ফলে পরিবেশের ব্যাপক ক্ষতিসহ সংশ্লিষ্ট এলাকায় নদীভাঙন বৃদ্ধি পাচ্ছে। 

নবাবগঞ্জ উপজেলার ৮ নং মাহমুদপুর ইউনিয়নের কবুলীপাড়া জয়ন্তীঘাট সংলগ্ন নদী থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে ওই এলাকার নদী তীরবর্তী স্থানগুলোতে নদী ভাঙন শুরু হয়েছে। এ অবস্থায় গত শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান এর নির্দেশনায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির মাহফুজ। অভিযান পরিচালনায় সহায়তা করেন নবাবগঞ্জ থানা পুলিশের চৌকস টিম ও আনসার বাহিনীর একটি চৌকস দল।

এসময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং একটি বালু উত্তোলনকারী মেশিন বিকল করে দেয়া হয়েছে। 

নির্বাহী মাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি মুনতাসির মাহফুজ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ অলিউর রহমান মিরাজ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডাসারে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
ডাসারে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
ডাসারে পল্লী বিদ্যুতের মিটার নিয়ে নয়ছয়, ভোগান্তিতে গ্রাহক
ডাসারে পল্লী বিদ্যুতের মিটার নিয়ে নয়ছয়, ভোগান্তিতে গ্রাহক
পুলিশের অভিযানে আ’লীগ নেতা সহ তিনজন গ্রেপ্তার
গৌরীপুর পুলিশের অভিযানে আ’লীগ নেতা সহ তিনজন গ্রেপ্তার