• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফুলবাড়ীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি    ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ পি.এম.
ফুলবাড়ীতে ওসমান হাদির গায়েবানা জানাজা। ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মরহুম ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর কাচারী মাঠ মসজিদ প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল মালেক ওসমান হাদির গায়েবানা জানাজার নামাজ পড়ান।নামাজ শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, জানাজায় স্থানীয় আলেম-ওলামা,বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও মুসল্লিরা অংশ নেন। 

ওসমান হাদির গায়েবানা জানাজার সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন,জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী নাজমুল ফেরদাউস লাভলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম রানা, জাতীয় যুবশক্তি ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব মোঃ আব্দুল হাই সিদ্দিকী এবং ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখার আহ্বায়ক ছাত্রদল সানরোজে বসুনিয়া।

এ সময় বক্তারা মরহুম ওসমান হাদির জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং তার রূহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়।

ভিওডি বাংলা/ জাহাঙ্গীর আলম/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী
জাহান্দার আলী মিয়া বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য
মির্জা ফখরুল রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য