• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রথম আলো

যত দ্রুত সম্ভব অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু হবে

নিজস্ব প্রতিবেদক    ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ পি.এম.
দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ভবন-ছবি-ভিওডি বাংলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর গতকাল রাত থেকেই উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকা। তার মৃত্যুকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ শুরু হয়। এসব বিক্ষোভ থেকে সহিংসতা ছড়িয়ে পড়ে, যার অংশ হিসেবে রাজধানীতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) হামলার কারণে কারিগরি কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-কোনো পত্রিকাই প্রকাশ করা সম্ভব হয়নি। পাশাপাশি সাময়িকভাবে বন্ধ রাখা হয় প্রথম আলোর অনলাইন পোর্টালও। 

এ পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে অনলাইন ও ছাপা পত্রিকার প্রকাশ শুরু করা হবে বলে জানিয়েছে প্রথম আলো। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রথম আলোর অফিসিয়াল পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, “বিগত রাতে প্রথম আলোর কার্যালয় ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়ায় আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই আজ প্রথম আলো ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি। অনলাইন পোর্টালও সাময়িকভাবে বন্ধ রয়েছে। পাঠকদের কাছে এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যতটা দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে প্রথম আলোর অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু করা হবে। এ বিষয়ে আমরা পাঠকদের সহযোগিতা কামনা করছি।”

এদিকে শুক্রবার সকালে প্রথম আলোর প্রধান ফটকের সামনে ‘ক্রাইম সিন’ লেখা ফিতা টানিয়ে দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফিতায় লেখা রয়েছে-‘ডু নট ক্রস’। পাশাপাশি সিএ ভবনের পাশের অংশেও ‘ক্রাইম সিন’ ঘোষণা করে জনসাধারণের প্রবেশ সীমিত করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক সিআইডির এক কর্মকর্তা জানান, ভবন ও আশপাশের এলাকাকে অপরাধস্থল হিসেবে ঘোষণা করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কেমিক্যাল এক্সপার্ট টিম ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করবে। বর্তমানে শুধুমাত্র ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন।

পুলিশের দায়িত্বরত কর্মকর্তারা বলেন, ‘ক্রাইম সিন’ চিহ্নিত এলাকায় সাধারণ কেউ প্রবেশ বা বের হতে পারবে না। অপরাধ তদন্তের স্বার্থে সেখান থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কার্যালয় কার্যত বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল (এসজিএইচ)-এ নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি মৃত্যুবরণ করেন।

ওসমান হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

এদিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শহিদ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে মরদেহ ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।  

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ ইস্যুতে চ্যালেঞ্জের মুখে ভারত
বাংলাদেশ ইস্যুতে চ্যালেঞ্জের মুখে ভারত
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা