নবাবগঞ্জ
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) দিনাজপুর এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল দশটার দিকে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জিল্লুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মোফাখ খারুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ নাজমুল হুদা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিলন সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন ব্যাংক ও এনজিওর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশ প্রেরণ করা। পাশাপাশি তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আলোচনায় তুলে ধরা হয়। বিদেশ গমনকারী নারী ও পুরুষকে বিদেশ গমনের পূর্বে নিজস্ব ব্যাংক একাউন্ট খুলে সেখানে টাকা পাঠাবার পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি বৈধ পথে বিদেশে গমনের পরামর্শ দেওয়া হয়।
ভিওডি বাংলা/ অলিউর রহমান মিরাজ/ আ





