যশোর
চৌগাছা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় চৌগাছা এলাকার নিজ বাড়ির পাশ থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আলী জানান, মেহেদি মাসুদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বিশেষ করে জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
ওসি আরও বলেন, "মেহেদি মাসুদ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। বৃহস্পতিবার তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।"
পুলিশি তথ্যমতে, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মেহেদি মাসুদ এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে রাজপথ দখলে রাখার চেষ্টা করেন। তার নির্দেশেই স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীরা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বাড়িতে গিয়ে নিয়মিত হুমকি-ধামকি দিতেন বলে অভিযোগ রয়েছে।
মেহেদি মাসুদকে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য এর আগে গত ২৮ এপ্রিল 'ডেভিল হান্ট'-এর প্রথম দফার অভিযানে তাকে ফুলসারা ইউনিয়ন পরিষদের সামনে থেকে আটক করা হয়েছিল।
সেই মামলায় সম্প্রতি জামিন পাওয়ার পর আবারও নতুন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো।
ভিওডি বাংলা/ জুবায়ের হোসেন/ আ





