কপিল শোতে প্রিয়াঙ্কার খোলামেলা প্রেমকথা

বলিউড থেকে হলিউড—সবখানেই আলোচনার কেন্দ্রে থাকা ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপ তারকা নিক জোনাসের প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে সুদূর মার্কিন মুলুকে নিক জোনাসের প্রেমে কীভাবে মজেছিলেন বলিউড তারকা প্রিয়াঙ্কা—এ নিয়ে কৌতূহল ছিল অনেকেরই। অবশেষে সেই বহু প্রতীক্ষিত রহস্য নিজেই প্রকাশ করলেন অভিনেত্রী।
সম্প্রতি জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর চতুর্থ সিজনে অতিথি হিসেবে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া। অনুষ্ঠানের একটি প্রমো ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে, যেখানে নিক জোনাসের সঙ্গে তার প্রথম পরিচয়ের মজার গল্প শেয়ার করেন তিনি।

ভিডিওতে দেখা যায়, মঞ্চে এসেই কপিল শর্মার শারীরিক পরিবর্তন ও ফিটনেস দেখে বিস্মিত হন প্রিয়াঙ্কা। হাসতে হাসতে তিনি প্রশ্ন করেন, ‘তুমি এত ফিট হলে কীভাবে?’ উত্তরে রসিক কপিল জানান, চারজন নায়িকার সঙ্গে একসঙ্গে একটি সিনেমায় অভিনয়ের কারণেই তার এই গ্ল্যামার ও ফিটনেস।
আড্ডার একপর্যায়ে কপিল সরাসরি প্রিয়াঙ্কাকে প্রশ্ন করেন, নিক জোনাসের সঙ্গে তার প্রথম যোগাযোগ কীভাবে হয়েছিল। ভক্তদের দীর্ঘদিনের কৌতূহলের বিষয়টি তুলে ধরে মজা করে তিনি জানতে চান, ‘আপনি কি চিঠির যুগে ফিরে পায়রার মাধ্যমে নিককে কোনো বার্তা পাঠিয়েছিলেন?’
জবাবে প্রিয়াঙ্কা হেসে বলেন, ‘পায়রা নয়, তবে টুইটারের পাখির মাধ্যমেই আমাদের কথা শুরু হয়েছিল।’ অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার (বর্তমানে এক্স)-এর মাধ্যমেই তাদের সম্পর্কের সূচনা হয়েছিল বলে জানান তিনি।
প্রিয়াঙ্কার এই উত্তরে কপিল নিজের ভাগ্য নিয়ে মজা করে বলেন, ‘আমিও তো টুইটারে আছি, কিন্তু আমাকে কেউ প্রেমপত্র পাঠায় না। উল্টো আমার বিরুদ্ধেই মামলা হয়!’—যা উপস্থিত দর্শকদের হাসিতে মাতিয়ে তোলে।
ভিওডি বাংলা/ আ







