• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গ্রেপ্তারের  অপেক্ষায় বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক

   ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৭ পি.এম.
শ্রীলঙ্কা বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। সংগৃহীত ছবি

দেশে ফিরলেই বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে গ্রেপ্তারের পরিকল্পনার কথা জানিয়েছে শ্রীলঙ্কা সরকার। মন্ত্রী থাকাকালে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। কলম্বোর একটি আদালতের বরাতে এ তথ্য জানা গেছে।

একটি দুর্নীতি পর্যবেক্ষণ সংস্থার অভিযোগ, রানাতুঙ্গা ও তার ভাই দীর্ঘমেয়াদি তেল ক্রয় চুক্তি দেওয়ার প্রচলিত প্রক্রিয়া পরিবর্তন করে উচ্চ মূল্যে স্পট মার্কেট থেকে তেল কেনার সিদ্ধান্ত নেন। এর ফলে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি দামে তেল কিনতে হয় এবং এতে রাষ্ট্রের প্রায় ৮০ কোটি শ্রীলঙ্কান রুপি ক্ষতি হয়েছে।

ঘুষ বা দুর্নীতির অভিযোগ তদন্ত কমিশন (সিআইএবিওসি) কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতকে জানিয়েছে, শ্রীলঙ্কায় ফিরে আসামাত্রই অর্জুনা রানাতুঙ্গাকে গ্রেপ্তার করা হবে। এরই মধ্যে সাবেক মন্ত্রীর বড় ভাই ধাম্মিকা রানাতুঙ্গাকে গত সোমবার গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান।

উল্লেখ্য, ৬২ বছর বয়সী অর্জুনা রানাতুঙ্গা শ্রীলঙ্কার ক্রীড়াঙ্গনের এক কিংবদন্তি। তার নেতৃত্বেই ১৯৯৬ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ে শিরোপা জেতে শ্রীলঙ্কা। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি সাহসী ও আপসহীন ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিলেন, পাশাপাশি দৃঢ় নেতৃত্বগুণের অধিকারী অধিনায়ক হিসেবেও খ্যাতি অর্জন করেন।

২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রানাতুঙ্গা রাজনীতিতে যুক্ত হন এবং পরবর্তী সময়ে শ্রীলঙ্কা সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাসকিনকে নিজের রেকর্ড ভাঙার আহ্বান শোয়েবের
তাসকিনকে নিজের রেকর্ড ভাঙার আহ্বান শোয়েবের
টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনালের পথে টাইগাররা
টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনালের পথে টাইগাররা
দিল্লিতে মেসি, কড়া নিরাপত্তা ও যানচলাচল নিয়ন্ত্রণ
দিল্লিতে মেসি, কড়া নিরাপত্তা ও যানচলাচল নিয়ন্ত্রণ