• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আম্বানির আমন্ত্রণে জামনগরে মেসি

স্পোর্টস ডেস্ক    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ পি.এম.
ভারতীয় শিল্পপতি অনন্ত আম্বানির নিমন্ত্রণে মেসি -ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৪ বছর তিন দিনের সফরের পর ভারতে আসা লিওনেল মেসি মূলত বার্সেলোনায় ফেরার কথা ছিল। কিন্তু ভারতের শিল্পপতি অনন্ত আম্বানির নিমন্ত্রণে তিনি সফরের সময় বাড়িয়ে গুজরাটের জামনগরে পৌঁছেছেন। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমে জানা গেছে, মেসি রাতের নৈশভোজে আম্বানির সঙ্গে অংশ নিয়েছেন এবং বনতারায় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র ঘুরবেন। 

এশিয়ান নিউজ এজেন্সির (এএনআই) অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি ভিডিওতে দেখা গেছে, পুলিশের একগাদা গাড়ি টহল দিচ্ছে। ক্যাপশনে লেখা, ‘তারকা ফুটবলার লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ জামনগরে পৌঁছেছেন। 
 
বনতারা নামে আম্বানীর বিশেষ প্রকল্প জামনগরে এ বছরের শুরুতে উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রিলায়ান্স ফাউন্ডেশনের পরিচালনায় প্রায় ৩০০০ একরের বনতারায় রয়েছে পশুদের সম্পূর্ণ আধুনিক চিকিৎসার ব্যবস্থা। ৪৩ প্রজাতির প্রায় ২০০০ প্রাণী রয়েছে। 

বন্যপ্রাণী উদ্ধার, সংরক্ষণ ও চিকিৎসার এই বিশেষ প্রকল্প রিলায়ান্স গোষ্ঠীর চিড়িয়াখানা হিসাবেও পরিচিত। তবে জামনগর দিয়েই মেসির ভারত সফর শেষ কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

এশীয় সিংহ, তুষারচিতা, একশৃঙ্গ গন্ডারসহ একাধিক বিরল প্রাণীর দেখা মেলে বনতারায়। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলাভেসকে হারিয়ে স্বস্তি আলোনসোর
আলাভেসকে হারিয়ে স্বস্তি আলোনসোর
ক্রিকেটারদের সম্মান রক্ষা করতে হবে
তামিমের ক্ষোভ ক্রিকেটারদের সম্মান রক্ষা করতে হবে
শক্তিশালী দল ঘোষণা বাফুফের
শক্তিশালী দল ঘোষণা বাফুফের