• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মামলার প্রতিক্রিয়া

'তাহলে সেই বাকস্বাধীনতাটা কোথায় গেল?'

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ পি.এম.
অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ছবি-সংগৃহীত

রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগ তুলে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে যেভাবে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি করা হয়েছে, সে ধরনের কোনো কাজ তিনি করেননি বলে দাবি করেছেন।

"আমি শুনেছি যে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। এখন সন্ত্রাস জিনিসটা তো আসলে দিনের আলোর মতো পরিষ্কার। কাজেই সন্ত্রাসবিরোধী আইনে মামলা হবার মতো কিছু করেছি বলে আমি মনে করি না এবং আমি নিশ্চিত, সন্ত্রাসবিরোধী আইনে মামলা হবার মতো কিছু আমি করিনি," মামলার বিষয়টি জানতে পারার পর সোমবার বিকেলে বলেন শাওন।

মামলাটিতে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের সঙ্গে সাংবাদিক আনিস আলমগীর, মডেল মারিয়া কিশপট্ট ও উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজকেও আসামি করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 'সন্ত্রাসী কার্যক্রমে উস্কানি' এবং জুলাই গণঅভ্যুত্থান নিয়ে 'কটুক্তি' করার মাধ্যমে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগে এর আগে তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দাখিল করেন জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।

অভিযোগ অস্বীকার করে মিজ শাওন বলেন, "আমি আমার কিছু মতপ্রকাশ করেছি, যা কোনো দলের পক্ষে বা বিপক্ষে যায় না। আমি আজ পর্যন্ত কোনো দলের নাম বা নেতার নাম ব্যবহার করে কিছু লিখিনি; পক্ষে হোক, বিপক্ষে হোক।"

"আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক না। আমি দেশের একজন সাধারণ নাগরিক। সেই নাগরিকের জায়গা থেকে আমার যখন কষ্ট লেগেছে, খটকা লেগেছে, আমার যখন মনে হয়েছে, জিনিসটা ঘটা উচিৎ হয়নি, তখন আমি সেই মতামতটা প্রকাশ করেছি।"

"সেই একাত্তর থেকে আমরা কি চেয়েছি? আমরা তো আসলে মতপ্রকাশ করতেই চেয়েছি। চব্বিশের জুলাইতেও যেই কথাটা বলা হয়েছিল, সেটা হলো- বাক-স্বাধীনতা। এখন একদম সিম্পল মতপ্রকাশেই যদি মামলা করতে হয়, আর মামলা করলেই যদি গ্রেফতারের ভয়টা থাকে, তাহলে সেই বাকস্বাধীনতাটা কোথায় গেল?," বলেন মিজ শাওন।

ভিওডি বাংলা/ এমএম/এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনে বিএনপি-জামায়াতের রণক্ষেত্র যেন সামাজিক মাধ্যম
নির্বাচনে বিএনপি-জামায়াতের রণক্ষেত্র যেন সামাজিক মাধ্যম
হাদি হত্যার বিচার নিয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন স্ত্রী শম্পার
হাদি হত্যার বিচার নিয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন স্ত্রী শম্পার
জনসম্মুখে প্রথম বক্তব্য দেওয়ার অনুভূতি জানালেন জাইমা রহমান
জনসম্মুখে প্রথম বক্তব্য দেওয়ার অনুভূতি জানালেন জাইমা রহমান