• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এনডিএম'র উদ্যোগে কুড়িগ্রামে ফুটবল টুর্নামেন্ট ও দোয়া

কুড়িগ্রাম প্রতিনিধি    ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ পি.এম.
এনডিএম'র উদ্যোগে কুড়িগ্রামে ফুটবল টুর্নামেন্ট ও দোয়া। ছবি: ভিওডি বাংলা

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৪ ডিসেম্বর) বিকালে কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়ন পরিষদ মাঠে এই খেলার আয়োজন করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ আল মামুন উদ্দিন। 

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, বেলগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব রহমান, প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম, বেলগাছা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফুল ইসলাম সাবলু, ফ্রেন্ডস হেলথ কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর আমিনুল ইসলাম লিটন সহ ওই ইউনিয়নের মান্যগণ্য ব্যক্তিগণ। 

ফাইনাল খেলায় ভাই ব্রাদার স্পোর্টিং ক্লাব ০৩ গোল দিয়ে বিজয়ী হয় এবং বসুনিয়া পাড়া ইয়ং স্টার ক্লাব ০২ গোলে রানার্স আপ হয়। 

খেলা শেষে বিজয়ী খেলোয়াড়দের সম্মাননা মেডেল ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এবং খেলার সার্বিক সহযোগিতা করেন আনসার ফিল্ড বাজার সমিতির সভাপতি মোঃ রোস্তম আলী। 

এছাড়াও খেলা শুরুর আগে অতিথিবৃন্দ বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী "দেশনেত্রী বেগম খালেদা জিয়ার" দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করেন।

ভিওডি বাংলা/ আ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিরপুরে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
মিরপুরে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে নিচে চাপা পড়ে চালকের মর্মান্তিক মৃত্যু
নবাবগঞ্জ ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে নিচে চাপা পড়ে চালকের মর্মান্তিক মৃত্যু
মুকসুদপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা
মুকসুদপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা