• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চট্টগ্রামের পরও কেন সতর্ক হলো না সরকার, রিজভীর প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক    ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পি.এম.
হাদি ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-ছবি: ভিডিও থেকে

চট্টগ্রাম–৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর জনসংযোগে গুলির ঘটনার এক মাসের মাথায় ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বারবার এ ধরনের সহিংস ঘটনা ঘটলেও সরকার কেন আগেভাগে সতর্ক ব্যবস্থা নেয়নি, তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

রিজভী বলেন, ‘গতকাল শুক্রবার একটি মর্মান্তিক ও মর্মস্পর্শী ঘটনা ঘটেছে। ওসমান হাদিকে গুলি করা হয়েছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তো নিরপেক্ষ। তাহলে তাদের সময়ে এতো সন্ত্রাসী কীভাবে বেড়ে গেল? এখন তো সবার শান্তিপূর্ণভাবে বসবাস করার কথা।’

তিনি আরও বলেন, ‘ভয়াবহ বিভীষিকা পেরিয়ে মানুষ যে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে, সেই সরকার কেন ব্যর্থ হলো? চট্টগ্রামের ঘটনার পরও কেন সরকার সতর্ক হয়নি? কেউ কি ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে-সে প্রশ্ন এখন সামনে আসছে।’

হাদির ওপর হামলার পরপরই একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘নানা ঘটনায় কৌতূহল তৈরি হচ্ছে-কোনো মাস্টার প্ল্যান অনুযায়ী কি এসব ঘটানো হচ্ছে, তা সবাইকে ভাবিয়ে তুলছে।’

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘৫ আগস্টের পর দেশের মানুষের মনে যে পরিবর্তন এসেছে, সেটিকে সামনে রেখে আমরা সহনশীল বাংলাদেশের রাজনীতি করতে চাই। কিন্তু এর বিপরীতে মবোক্রেসি, অন্যকে ছোট করা এবং দেশকে অস্থিতিশীল করার রাজনীতি দেখা যাচ্ছে। দেশের মানুষ এ ধরনের রাজনীতি চায় না।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র তখনই কার্যকর হয়, যখন এর সুফল অর্থনীতির মাধ্যমে প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়। নচেৎ গণতন্ত্র শুধু ভাষণ আর নির্বাচনেই সীমাবদ্ধ থাকে।’

উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী ঐক্যের আহ্বান, বিএনপির পূর্ণ অংশগ্রহণ
ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী ঐক্যের আহ্বান, বিএনপির পূর্ণ অংশগ্রহণ
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির বৈঠক
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির বৈঠক
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না: ফাহিম ফারুকী
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না: ফাহিম ফারুকী