• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইজতেমার প্রথম দিনেই ২ মুসল্লির স্বাভাবিক মৃত্যু

রংপুর প্রতিনিধি    ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ পি.এম.
রংপুরে বিভাগীয় ইজতেমার প্রথম দিন -ছবি-ভিওডি বাংলা

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই বয়স ও ঠান্ডাজনিত জটিলতায় দুই মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ইজতেমা মাঠেই তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া মুসল্লিরা হলেন-রংপুরের পীরগঞ্জ উপজেলার সাঈদুর রহমান এবং টাঙ্গাইল জেলার তারা মিয়া। টাঙ্গাইলের মুসল্লি তারা মিয়া ৪০ দিনের চিল্লায় রংপুর এসে ইজতেমায় অংশ নেন। বাদ জোহর ইজতেমা ময়দানে তাদের জানাজা অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেন ইজতেমা মাঠের ৬ নম্বর হালকার জিম্মাদার ইঞ্জিনিয়ার আবুল হোসেন। তিনি জানান, ইজতেমা মাঠে বয়স ও ঠান্ডাজনিত কারণে সকালে দু’জন মুসল্লির মৃত্যু হয়েছে। জানাজা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের পশুরাম থানার ওসি মাইদুল ইসলাম বলেন, “শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে দুজনের মৃত্যু হয়েছে। দুটিই স্বাভাবিক মৃত্যু।”

রংপুর নগরীর আমাশু কুকরুল এলাকায় কয়েক লাখ মুসল্লিকে নিয়ে বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী রংপুর বিভাগীয় ইজতেমা। প্রথম দিনেই দুটি স্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জায়গার বিরোধ নিয়ে কবর থেকে লাশ তোলার হুমকির অভিযোগ
বাঁশখালীতে জায়গার বিরোধ নিয়ে কবর থেকে লাশ তোলার হুমকির অভিযোগ
কুমারখালীতে পূর্ব শত্রুতার জেরে হামলা, আহত পাঁচ
কুমারখালীতে পূর্ব শত্রুতার জেরে হামলা, আহত পাঁচ
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন রাশেদ খান
ওসমান হাদি গুলিবিদ্ধ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন রাশেদ খান