• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার

ভিওডি বাংলা ডেস্ক    ৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ পি.এম.
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সংগৃহীত ছবি

যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ যুব হকি দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার ( ৯ ডিসেম্বর ) এক অভিনন্দনবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, খেলোয়াড়দের এই অর্জন পুরো জাতিকে গর্বিত করেছে। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, দলীয় সংহতি ও অদম্য মনোবলের মাধ্যমে তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করেছেন। 

তিনি আরো বলেন, তরুণ খেলোয়াড়দের দক্ষতা, কোচিং স্টাফের নিষ্ঠা এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য সম্ভব হয়েছে—যা ভবিষ্যতে দেশের হকি খেলাকে আরও এগিয়ে নেবে। এই অর্জন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, উন্নতি ও উৎকর্ষতার এই ধারা বজায় রাখতে পারলে যুবদের সামনে আরও বড় সাফল্যের সুযোগ তৈরি হবে।

সোমবার ভারতের মাদুরাইয়ে অনুষ্ঠিত ফাইনালে অস্ট্রিয়াকে ৫–২ গোলে হারিয়ে বাংলাদেশ চ্যালেঞ্জার শিরোপা জয়ের গৌরব অর্জন করে।

প্রসঙ্গত, যুব বিশ্বকাপ হকিতে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া আট দলের মধ্যে হওয়া স্থান নির্ধারণী পর্বকে আন্তর্জাতিক হকি ফেডারেশন এবার আনুষ্ঠানিকভাবে ‘চ্যালেঞ্জার ট্রফি’ নাম দিয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৬ মাসে হামলা–হুমকি–মামলার শিকার ১,০৭৩ সাংবাদিক : টিআইবি
১৬ মাসে হামলা–হুমকি–মামলার শিকার ১,০৭৩ সাংবাদিক : টিআইবি
সিইসি প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক, তফসিল ঘোষণা হতে পারে
সিইসি প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক, তফসিল ঘোষণা হতে পারে
তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সঙ্গে সিইসির বৈঠক
তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সঙ্গে সিইসির বৈঠক