• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আবু সাঈদ হত্যা মামলা:

সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক    ৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ এ.এম.
জুলাই আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ছবি : ভিওডি বাংলা

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং জুলাই আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে তিনি ট্রাইব্যুনাল-২–এ উপস্থিত হন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে তার সাক্ষ্য গ্রহণ করা হবে। প্যানেলের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এ মামলায় বর্তমানে গ্রেপ্তার ছয় আসামিকে আজ সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন-এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

এর আগে ২৭ নভেম্বর মামলার ২১তম সাক্ষীর জেরা শেষ হয়। ধারাবাহিক সাক্ষ্যগ্রহণের অংশ হিসেবে আজকের দিন নির্ধারিত হয়। গত কয়েক সপ্তাহে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী, তদন্ত কর্মকর্তা, পুলিশ সদস্যসহ একাধিক সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন। বেশ কয়েকজন সাক্ষী জানিয়েছেন-১৬ জুলাই রংপুরে আন্দোলনের সময় পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন এবং পরে তার মরদেহ পুলিশের হাতে তুলে নিতে বাধ্য হন তারা।

গত ২৮ আগস্ট শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের সাক্ষ্যের মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মোট ৬২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।

এ মামলায় ৩০ আসামির বিরুদ্ধে ৬ আগস্ট ফর্মাল চার্জ গঠন করা হয়। তাদের মধ্যে সাবেক ভিসিসহ ২৪ জন এখনও পলাতক; রাষ্ট্র তাদের পক্ষে চারজন আইনজীবী নিয়োগ করেছে। বিভিন্ন সময়ে গ্রেপ্তার এবং পলাতক আসামিদের পক্ষে পৃথকভাবে শুনানিও অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন জমা পড়ে, আর ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। এরপর ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি শুরু
গুম-নির্যাতনে মামলা শেখ হাসিনাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি শুরু
জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে সালমান-আনিসুল
জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে সালমান-আনিসুল
তদন্ত প্রতিবেদনের পর আইজিপিকে সরাতে নোটিশ
বিডিআর হত্যাকাণ্ড তদন্ত প্রতিবেদনের পর আইজিপিকে সরাতে নোটিশ