• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাসিনা গণতন্ত্রের নামে বাকশাল কায়েম করেছিলেন: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক    ৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। ছবি: ভিওডি বাংলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ অভিযোগ করেছেন, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশে ‘মুখোশ গণতন্ত্র’ দেখিয়ে ভেতরে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিলেন। 

তাঁর কথায়, মুজিবকন্যা হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে ১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনকে অগণতান্ত্রিক শাসনের নজিরহীন উদাহরণে পরিণত করেছিলেন—যা পৃথিবীর ইতিহাসে জঘন্য একদলীয় ফ্যাসিবাদী শাসনব্যবস্থা।

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব অভিযোগ করেন। ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কী করবে—তা সহজ ভাষায় সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে।

সালাহউদ্দিন বলেন, আমরা জনগণের কাছে সমর্থন ও ভোট চাইছি। জনগণ আমাদের কাছে কী চায়, সেটি পূরণ করার দায়িত্ব আমাদের। আমরা ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করতে চাই না। চাই—অর্থনৈতিক মুক্তি, কল্যাণ ও সুস্পষ্ট উন্নয়ন পরিকল্পনা।

ধর্মব্যবসায়ী রাজনৈতিক প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, বিনা কষ্টে জান্নাতের টিকিট বিক্রি করা হচ্ছে—ভোট দিলে জান্নাত, কিন্তু ইহকালে মানুষ কীভাবে বাঁচবে—তার পরিকল্পনা নেই। যেসব দলের নীতি–আদর্শ নেই, পরিকল্পনা নেই, শুধু ধর্মের নামে প্রতারণা—তাদের মুখোশ এখন উন্মোচিত।

বিএনপির অবদান তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ মানেই বিএনপি, গণতন্ত্রের অন্য নাম বিএনপি।

তাঁর ভাষায়, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে পঞ্চম সংশোধনীর মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন, ১৯৯১ সালে সংসদীয় পদ্ধতি, ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার—এসবই বিএনপির অবদান।

বিদেশি লেখক–বিশ্লেষকদের সমালোচনা করে সালাহউদ্দিন বলেন, দেশের ভেতরের বাস্তবতা না জেনে অনেকে এমনভাবে লেখেন, যেন তাঁরাই জ্ঞানের আধার। তাদের নেই জবাবদিহি, নেই দায়িত্ববোধ, নেই দেশপ্রেম।

তিনি বলেন, সেজন্যই আমাদের নেতা তারেক রহমানের স্লোগান সবার আগে বাংলাদেশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজ ও রাজনৈতিক চরিত্রহননের প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সালাহউদ্দিন। 

তাঁর ভাষায়, এখন পলিটিক্যাল ক্যারেক্টর অ্যাসাসিনেশনের সংখ্যা সবচেয়ে বেশি কিছু মিডিয়াতেও তা দেখা যাচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার, ডা. মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বৈরশাসন থেকে মুক্তির নির্বাচন সামনে: সালাহউদ্দিন
স্বৈরশাসন থেকে মুক্তির নির্বাচন সামনে: সালাহউদ্দিন
এনসিপিসহ ৩ দলের নতুন জোট
এনসিপিসহ ৩ দলের নতুন জোট
বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে: খসরু
বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে: খসরু