• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান পাপ্পার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ৭ ডিসেম্বর ২০২৫, ০২:২১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রাম বাঁশখালীতে উপজেলা যুবদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং ধানের শীষের মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সমর্থনে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়।

শনিবার (০৬ ডিসেম্বর) বিকেলে চাম্বল ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা যুবদলের আহবায়ক আবু আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব রাসেল চৌধুরীর সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত জামাল দুলাল, কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাস্টার লোকমান আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম বিন খলিল, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুবিনুল হক, শীলকুপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মহসিন, চট্টগ্রাম জজ আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) এডভোকোট শওকত ওসমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি নুরুল হুদা জাহাঙ্গীর, জেলা যুবদল নেতা দৌলত আকবর চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন, যুবদল নেতা জুনাইদ সিকদার সহ বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘চাম্বলের এই ঐতিহাসিক মাঠ থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা করেছিলেন। এখান থেকেই বাঁশখালীতে ধানের শীষের প্রচারযাত্রা শুরু হয়। দক্ষিণ বাঁশখালীর মাটি বিএনপির ঘাঁটি। যুবদল হলো বিএনপি পরিবারের প্রথম সন্তান। আপনারা সক্রিয় ভূমিকা রেখে প্রতিটি গ্রাম-মহল্লায় ধানের শীষের পক্ষে কাজ করবেন। ধানের শীষের বিজয় হলে সেটি হবে পুরো বাঁশখালীর বিজয়। আজকের সমাবেশ প্রমাণ করে, বাঁশখালী এখনো বিএনপির ঘাঁটি।’

তিনি যুবদল কর্মীদেরকে মা-বোনদের কাছে সালাম পৌঁছে দেওয়ার অনুরোধ জানান এবং ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান করেন।

এ সময় বক্তারা বলেন, ‘ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার পক্ষে শক্তিশালী গণসমর্থন গড়ে তোলাই এখন যুবদলের প্রধান দায়িত্ব।’

বক্তারা আরও বলেন, যুবদলের সকল নেতাকর্মীদের ব্যক্তিগত বা দলীয় মত পার্থক্য, ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান।

ভিওডি বাংলা/ এমএইচ

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন্দুয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
কেন্দুয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম