• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চট্টগ্রামে আট দলের বিভাগীয় সমাবেশ শুক্রবার

ভিওডি বাংলা ডেস্ক    ৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ পি.এম.
জামায়াতে ইসলামীসহ সমমনা আট দল। সংগৃহীত ছবি

পাঁচ দাফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। বিকালে নগরীর লালদিঘি মাঠে এই সমাবেশ হওয়ার কথা রয়েছে।

সমাবেশে বক্তব্য দেবেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির হাবীবুল্লাহ মিয়াজী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চান।

সমমনা আট দলের পাঁচ দাফা দাবিগুলোর মধ্যে রয়েছে—

জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন, আগামী নির্বাচনে উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা, আওয়ামী লীগ সরকারের ‘জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির’ বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটের ফল দিতে দেরি হলে তা মেনে নেওয়া হবে না
মির্জা আব্বাস: ভোটের ফল দিতে দেরি হলে তা মেনে নেওয়া হবে না
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
তারেক রহমান: জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়