• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অন্তর্বর্তী সরকারের অনেকে ভোটে নামবেন : আসিফ

নিজস্ব প্রতিবেদক    ২৭ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ পি.এম.
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত ছাত্র উপদেষ্টা ছাড়াও আরও অনেকে আগামী নির্বাচনে অংশ নেবেন বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, ‘আমি নির্বাচনে অংশ নেব—এ ঘোষণা আগেই দিয়েছি। ছাত্র উপদেষ্টার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত আরও অনেকেই নির্বাচনে অংশ নেবেন বলে জেনেছি।’

নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, ‘নির্বাচনে যাওয়ার আগে আমি পদত্যাগ করব। এরপরই অংশগ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হবে। সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।’

তিনি আরও বলেন, নির্বাচন বা সরকারি প্রক্রিয়া–সংক্রান্ত অন্যান্য বিষয় সরকারের উচ্চপর্যায়ের আলোচনার পরই চূড়ান্ত হবে।

কোনো রাজনৈতিক দল থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন—এমন প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, ‘এ বিষয়ে এখন মন্তব্য না করাই ভালো।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের বিরুদ্ধে সম্ভাব্য অনিয়ম বা দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। আসিফ মাহমুদ সতর্ক করে বলেন, প্রশাসকের বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পেলে দুদক তদন্ত করতে পারে, এবং প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা