• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাফার সুড়ঙ্গ থেকে যোদ্ধাদের নিরাপদে বের করার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ নভেম্বর ২০২৫, ০৩:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস মধ্যস্থতাকারী দেশগুলোকে আহ্বান জানিয়েছে, গাজার রাফার সুড়ঙ্গে আটকা পড়া তাদের যোদ্ধাদের নিরাপদে বের করার ব্যবস্থা করতে। বুধবার (২৬ সেপ্টেম্বর) হামাস এ আহ্বান জানায়।

গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও রাফার সুড়ঙ্গে প্রায় ১০০ থেকে ২০০ যোদ্ধা আটকা পড়েছিলেন। এদের মধ্যে কিছু যোদ্ধা বের হওয়ার চেষ্টা করেন এবং অন্তত ২০ জনকে বিমান হামলায় হত্যা করে ইসরায়েলি সেনারা। হামাস প্রথমবারের মতো তাদের যোদ্ধাদের আটকে থাকার তথ্য স্বীকার করেছে।

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের যোদ্ধাদের জীবনের নিরাপত্তার জন্য আমরা ইসরায়েলকে দায়ী করছি। আমাদের সন্তানরা যেন বাড়িতে ফিরতে পারে, সে ব্যবস্থা করতে মধ্যস্থতাকারী দেশগুলোকে আহ্বান জানাচ্ছি।”

যুদ্ধবিরতির পরও রাফার বেশিরভাগ অংশ ইসরায়েলি নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে এক কাল্পনিক “হলুদ সীমারেখা” তৈরি করা হয়েছে, যা অতিক্রম করলে ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়।

মধ্যস্থতাকারীরা হামাস যোদ্ধাদের নিরাপদ প্রস্থান নিশ্চিত করার চেষ্টা চালিয়েছিল। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এটির বিরোধিতা করছেন এবং দাবি করেছেন, হামাসের যোদ্ধাদের তাদের কাছে আত্মসমর্পণ করতে হবে। হামাস, যদিও, স্পষ্টভাবে জানিয়েছে তারা কখনো ইসরায়েলিদের কাছে আত্মসমর্পণ করবে না।

সূত্র: দ্য নিউ আরব

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শুল্কের ভয় দেখিয়ে ৮ যুদ্ধ থামানোর দাবি ট্রাম্পের
শুল্কের ভয় দেখিয়ে ৮ যুদ্ধ থামানোর দাবি ট্রাম্পের
গ্রিসের উপকূলে নৌকাডুবিতে প্রাণ হারালেন ১৪ মিসরীয় অভিবাসী
গ্রিসের উপকূলে নৌকাডুবিতে প্রাণ হারালেন ১৪ মিসরীয় অভিবাসী
গাজায় তীব্র শীতে নবজাতকের মৃত্যু
গাজায় তীব্র শীতে নবজাতকের মৃত্যু