৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে কড়াইল বস্তির আগুন

রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর জানানো হয়।
রাত দশটার দিকে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, আগুনের তীব্রতা কমেছে এবং বেশ কয়েকটি স্থানে আগুন সীমিত করা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, শুরুতে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথম ইউনিটগুলোর পৌঁছাতে ৩০–৩৫ মিনিট সময় লাগে। সরু রাস্তা, যানজট এবং মানুষের ভিড়ের কারণে বড় গাড়িগুলো আগুনের কাছে যেতে দেরি হয়। এছাড়া ঘটনাস্থলে মানুষের ভিড় ও কিছু উচ্ছৃঙ্খল আচরণের কারণে আগুন নিয়ন্ত্রণে কাজ ব্যাহত হয়। পাইপ কেটে ফেলা, জোড়া খুলে দেওয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।
লে. কর্নেল তাজুল ইসলাম আরও বলেন, পানির ঘাটতি নেই; কিন্তু আগুনের কেন্দ্রে পানি পৌঁছাতে সময় লাগছে। এলাকা বড় হওয়ায় বহু জায়গায় পাইপ জোড়া দিতে হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, কড়াইল ঝিলে পাম্প বসিয়ে পানি সংগ্রহ করে পাইপের মাধ্যমে নেভানোর চেষ্টা করছেন ফায়ার ফাইটাররা। ওয়াসার গাড়িও পানি সরবরাহ করছে।
ভিওডি বাংলা/ আরিফ






