• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

২ মামলায় সেনা কর্মকর্তাদের অভিযোগ গঠনের শুনানি ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক    ২৩ নভেম্বর ২০২৫, ১২:২৯ পি.এম.
সেনা কর্মকর্তারা ভার্চুয়ালি হাজিরা দেবেন, ৩ ও ৭ ডিসেম্বর -ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের দু’টি মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আগামী ৩ ও ৭ ডিসেম্বর এই শুনানি পরিচালনা করবেন।

এর আগে, অভিযুক্ত ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের আইনজীবীরা পরবর্তী শুনানিতে সশরীরে উপস্থিতির পরিবর্তে ভার্চুয়ালি হাজিরার অনুমতি চেয়ে আবেদন করেন।

গত ৮ অক্টোবর গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের দু’টি মামলার পাশাপাশি অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের মামলায় ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই দিনে প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।

পরবর্তীতে ২২ অক্টোবর সকালেই ১৫ কর্মকর্তাকে সাধারণ পোশাকে বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে আনা হয়। শুনানি শেষে তাদের আবার কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয় এবং পরে ঢাকা সেনানিবাসের সাব-জেলে নেওয়া হয়।

এর আগে, পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ ৩০ জনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল-১।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা