স্বতন্ত্র হলেও আওয়ামী লীগ নেতাদের নির্বাচন করতে দেয়া হবে না

আগামী ফেব্রুয়ারি মাসে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে এবং এই নির্বাচন হতে হবে ফ্যাসিবাদ মুক্ত, অবাধ ও ইতিহাসের সেরা নির্বাচন জানিয়ে
গণঅধিকার পরিষদের সাধারন সম্পাদক মো: রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচন থেকে পুরোপুরি বর্জন করতে হবে। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ। তাই তাদের কোনো নেতা-কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে আসতে পারবে না। তারা যদি মাঠে নামে, জনগণ তাদের প্রতিহত করবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত "নির্বাচনে সুষ্ঠু ভোট নিশ্চিত করণে সশস্ত্র বাহিনীর ভূমিকা: সম্ভাবণা ও করণীয়" শীর্ষক সেমিনারে এই সব কথা বলেন।
রাশে খান বলেন,নির্বাচনী পরিবেশ এখনো তৈরি হয়নি। পুলিশসহ অন্যান্য বাহিনী সঠিকভাবে কাজ করছে না। জনগণের মধ্যে সন্দেহ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না। আমরা এখন শুধু সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছি। সেনাবাহিনীকে গণতন্ত্রের পক্ষে জনগণের পাশে থাকতে হবে।
তিনি বলেন,নিষিদ্ধ আওয়ামীলীগকে ফিরিয়ে আনার চক্রান্ত করা হচ্ছে।তারা এখন স্বতন্ত্র নির্বাচন করার পরিকল্পনা করছে। তাদের উদ্যেশ্য নির্বাচন করা নয়।তাদের একমাত্র লক্ষ্য নির্বাচন বানচাল করে আবার ‘এক-এগারো’ টাইপ পরিস্থিতি সৃষ্টি করা এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনা।
তিনি জাতীয় পার্টি ও ১৪ দলকেও ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে তাদেরও নির্বাচন থেকে সকলকে বয়কটের আহ্বান জানান।
নির্বাচন প্রধান কমিশনারকে ধন্যবাদ জানিয়ে গণ অধিকার পরিষদের সাধারন সম্পাদক বলেন, আমরা প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার ও সচিব মহোদয়ের নিকট স্বারকলিপি প্রদান করেছিলাম কোনভাবেই যাতে জাতীয়পার্টিসহ ১৪ দলকে সংলাপে আহবান না করা হয়। নির্বাচন কমিশন ফ্যাসিস্ট দোসরদের সংলাপে আহবান করেন নাই।
তিনি বলেন,সেনাবাহিনী-পুলিশ-প্রশাসনে নিয়োগ হবে শুধু যোগ্যতার ভিত্তিতে, কোনো রাজনৈতিক পরিচয় বা পারিবারিক সম্পর্ক দেখে নয়। ফ্যাসিবাদ যাতে আর কখনো মাথা তুলতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সংগঠনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খাঁন সাইফের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্রি জেনারেল (অব:)রোকন উদ্দীন, আমজনতা পার্টির সদস্য সচিব ফাতেমা তাসলিম রাধা এবং সবুজ আন্দোলনের সভাপতি কাজী রেজাউল করিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নিরাপত্তা বিশেষজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ভিওডি বাংলা/ এমএইচ




