বাঁশখালীতে বিএনপির নেতার নেতৃত্বে বিশাল শোডাউন

চট্টগ্রাম বাঁশখালীতে বীর চট্টলার গৌরব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আহ্বায়ক, চারবারের সাংসদ এবং সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভাকে সফল করতে পুকুরিয়া ইউনিয়ন থেকে বিশাল শোডাউন নিয়ে মাঠে হাজির হন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আসহাব উদ্দিন।
চেয়ারম্যান আসহাব উদ্দিনের নেতৃত্বে প্রায় তিন হাজারেরও অধিক নেতাকর্মী শোডাউনে অংশগ্রহণ করেন। শোডাউনের প্রথম সারিতেই তাকে নেতৃত্ব দিতে দেখা যায়, যা পুরো এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার এই শক্তিশালী ও শৃঙ্খলাপূর্ণ প্রদর্শনকে অনেকে আগামী দিনগুলোর রাজনৈতিক প্রস্তুতির অংশ হিসেবেও দেখছেন।
শুক্রবার(১৪ নভেম্বর) বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর ও বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক ক্রীড়াসম্পাদক শওকত ওসমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিছ মিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম-১২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এনামুল হক এনাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম-১৬ আসনের মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, সদস্য কামরুল ইসলাম হোসাইনি, জেলা পিপি আব্দুর রাজ্জাক, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাস্টার লোকমান আহমেদ, বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক রাসেল ইকবাল মিঞা।
সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
স্থানীয় রাজনৈতিক মহলসহ শোডাউনে অংশ নেওয়া নেতা–কর্মীরা মনে করছেন—চেয়ারম্যান আসহাব উদ্দিনের এই শক্তিশালী উপস্থিতি শুধু স্মরণসভায় অংশগ্রহণ নয়, বরং তৃণমূল বিএনপিকে নতুন করে উজ্জীবিতও করেছে। তার নেতৃত্বে এতো বড় সু-ডাউন পুকুরিয়া ইউনিয়নে দীর্ঘদিন পর দেখা গেল বলে মন্তব্য করেন অনেকেই।
ভিওডি বাংলা/ এমএইচ





