• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১২০ কেজি গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১৫ নভেম্বর ২০২৫, ০৪:০০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আশুগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২০ (একশত বিশ) কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।  

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে অভিযান পরিচালিত হয়।

আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম দূর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকায় একটি পিকআপ আটক করে। পরবর্তীতে পিকআপটি তল্লাশি করে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীর নাম মোঃ সুমন মিয়া (২৮), পিতা- মোঃ রাশেদ মিয়া, মাতা- আছিয়া বেগম। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আড়াইবাড়ী (কলেজ পাড়া) এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ এমএইচ
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে
আসিফ মাহমুদ আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে
আমরা কোনো আধিপত্যবাদ মানব না: জামায়াত আমির
আমরা কোনো আধিপত্যবাদ মানব না: জামায়াত আমির
বেদগ্রামে আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ
বেদগ্রামে আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ