• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শ্রীনগরের থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক    ১৫ নভেম্বর ২০২৫, ১০:২৩ এ.এম.
শ্রীনগরের নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণের পর ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা। ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৭ জন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় মধ্যরাতে থানা চত্বরে বিস্ফোরণটি ঘটে।

স্থানীয় গণমাধ্যম জানায়, বিস্ফোরণের পর পুরো ভবন কেঁপে ওঠে এবং মুহূর্তেই চারদিকে আগুন ও ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজেও বিস্ফোরণের তীব্রতা স্পষ্টভাবে দেখা গেছে।

কর্মকর্তারা জানান, ফরিদাবাদ থেকে উদ্ধার করা বিস্ফোরকসামগ্রী পরীক্ষা করার সময়ই এই দুর্ঘটনা ঘটে। থানার প্রাঙ্গণে রাখা বেশ কয়েকটি গাড়িও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, সম্প্রতি ‘হোয়াইট কলার’ সন্ত্রাসী মডিউল মামলায় বাজেয়াপ্ত করা বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট থানার ভেতর সংরক্ষিত ছিল। পুলিশ ও ফরেনসিক টিম পরীক্ষার সময়ই বিস্ফোরণটি ঘটে।

ইন্ডিয়া টুডে জানায়, নিহতদের মরদেহ শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে নেওয়া হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা আছে কিনা তা নিশ্চিত হতে এখনো উদ্ধার অভিযান চলছে।

তদন্তকারীদের একাংশ বলেন, বিস্ফোরণের শক্তি এতটাই প্রবল ছিল যে ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ ফুট দূরেও দেহের অংশ পাওয়া গেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলকাতার বড়বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট
কলকাতার বড়বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট
বিহারের ফল ‘বিস্ময়কর’, নির্বাচন সুষ্ঠু হয়নি: রাহুল গান্ধী
বিহারের ফল ‘বিস্ময়কর’, নির্বাচন সুষ্ঠু হয়নি: রাহুল গান্ধী
বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক মৈথিলি ঠাকুর
বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক মৈথিলি ঠাকুর